Logo
Logo
×

খেলা

বেড রেস্টের পরামর্শে বুমরাহ বললেন ‘ফেক নিউজ’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ এএম

বেড রেস্টের পরামর্শে বুমরাহ বললেন ‘ফেক নিউজ’

ছবি: সংগৃহীত

সিডনি টেস্টের দ্বিতীয় দিনেই বোঝা যায়, জাশপ্রিত বুমরাহর চোট গুরুতর। বোর্ডার-গাভাস্কার সিরিজের ওই বাকি সময়ে বোলিংও করতে পারেনি ভারতের তারকা পেসার। এরপর থেকেই আলোচনায় তার চোট। ভারতের একটি গণমাধ্যম বিসিসিআইয়ের সূত্রের বরাতে জানিয়েছিল, পূর্ণ বিশ্রাম নিতে বলেছে চিকিৎসকেরা। বুমরাহকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড, তাই হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাকে দলে রাখবে না।

এমন খবরে লুটোপুটি খেয়ে যেন হেসেছেন বুমরাহ। নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে খোলাশাও করেছেন। তার ইঙ্গিতপূর্ণ পোস্টটি ভারতের সমর্থকদের মনে আশা জাগিয়েছে। বুমরাহ যদি বেড রেস্টের ওই খবরকে মিথ্যা বলেন, তার মানে তিনি এখন সুস্থ। পাকিস্তান ও দুবাইয়ে বসা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকেই হয়ত তাকে দেখা যাবে।

বুমরাহর চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি ভারতের ক্রিকেট বোর্ড। তবে ভারতের একটি গণমাধ্যম জানিয়েছিল, চিকিৎসকেরা পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বুমরাহকে। বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বুমরাহর পিঠে এখনও ফোলা রয়েছে। বেশি হাঁটাচলা করতেও বারণ করা হয়েছে।

সেই খবর প্রকাশ্যে আসার পর বুমরাহ নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান খবরটি সঠিক নয়। ভারতের বোলিংয়ের অন্যতম অস্ত্র লেখেন, ‘আমি জানি ফেক নিউজ দ্রুত ছড়িয়ে পড়ে। খবরটা শুনে খুব হেসেছি। সূত্রটি ভরসাযোগ্য নয়।’ পোস্টের সঙ্গে কয়েকটি হাসির ইমোজিও জুড়ে দিয়েছেন বুমরাহ। 

তবে কবে নাগাদ ফিরতে পারেন বুমরাহ, সেটি এখনও জানা যায়নি। ভারতের সহ-অধিনায়কের পিঠের চোট কতটা গুরুতর, তার ওপর নির্ভর করছে আগামী দিনে তার মাঠে নামা। সাধারণত গ্রেড-১ ক্যাটাগরির ব্যাক স্প্যাজম হলে কমপক্ষে তিন সপ্তাহ রিহ্যাব করে তারপর মাঠে নামা যায়। গ্রেড-২ চোট হলে অন্তত ৬ সপ্তাহ, গ্রেড-৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হবে। ধারণা করা হচ্ছে, বুমরাহর চোট গ্রেড-১ এর মাঝে। তবে সেটি বাড়লে ভারতের দুশ্চিন্তাই বাড়বে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম