
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৫:২০ পিএম
শোয়েব মালিকের শেষ ভাতিজার শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৫০ এএম
-6789e17d027b4.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
পাকিস্তানের জার্সিতে শোয়েব মালিক অধ্যায়টা শেষ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন এই কিংবদন্তি অলরাউন্ডার। তবে তিনি চলে গেলেও রেখে যাচ্ছেন তার উত্তরসূরি। এবার পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছে তারই ভাতিজা মোহাম্মদ হুরাইরার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতান টেস্টের একাদশে জায়গা হয়েছে এই ২২ বছর বয়সি ব্যাটারের।
পাকিস্তানের কিংবদন্তি শোয়েব মালিকের ভাতিজা (সৎভাইয়ের ছেলে) হিসেবে ক্রিকেটে আসলেও হুরাইরা সবরকম যোগ্যতার প্রমাণ দিয়েই জাতীয় দলে এসেছেন। ২০২১ সালে পাকিস্তানের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মাত্র ১৯ বছর বয়সে ট্রিপল সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন এই তরুণ।
এরপর ধারাবাহিক পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ মিলছিল না ওপেনার সাইম আইয়ুবের কারণে। পরে দক্ষিণ আফ্রিকা সফরে সাইম চোটে পড়ায় সেই সুযোগ আসে তার সামনে। সেই সুযোগটা কাজে লাগিয়ে এখন জাতীয় দলে থিতু হওয়ার সুযোগ তার সামনে।
প্রথম শ্রেণির ক্রিকেটে হুরাইরা এখন পর্যন্ত খেলেছেন ৪৪টি ম্যাচ। যেখানে ৮ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে তার গড় প্রায় ৫০ ছুঁইছুঁই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও দুই ইনিংসেই ফিফটি করে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার সুযোগটা কাজে লাগানোর পালা জাতীয় দলে।
মুলতানে আজ সকাল সাড়ে ১০টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের মাঠে নামার কথা থালেও সেটি এখনও সম্ভব হয়নি। বাজে আবহাওয়ার কারণে এখনও টস হয়নি এই ম্যাচে।
পাকিস্তান একাদশ:
শান মাসুদ (অধিনায়ক), মোহাম্মদ হুরাইরা, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, সাজিদ খান, নোমান আলী, আবরার আহমেদ, খুররম শেহজাদ