Logo
Logo
×

খেলা

জয় উদযাপন শেষে খালেদ শুনলেন মা নেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৩০ এএম

জয় উদযাপন শেষে খালেদ শুনলেন মা নেই

ছবি: সংগৃহীত।

জীবনে চলার পথে কখনো কখনো কঠিন সত্যের সামনে দাঁড়াতে হয়। হতে হয় অপ্রস্তুত। খানিক ধাক্কাও খেতে হয়। হারাতে হয় প্রিয়জনকে। সেই কঠিন সত্যের সামনেই এবার দাঁড়াতে হয়েছে জাতীয় দলের তারকা পেসার খালেদ আহমেদকে।

চট্টগ্রামে বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় নিয়ে হোটেলে ফেরেন চিটাগং কিংসের খালেদ। জয়ের রেশ তখনও টাটকা। কিন্তু হঠাৎ যেন মিলিয়ে গেল জয়ের সব আনন্দ। হৃদয় ভাঙার সংবাদ পেলেন খালেদ। জানলেন তার মা আর বেঁচে নেই। কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হতে হলো চিটাগং কিংসের এই পেসারকে। সঙ্গে তার দলকেও।

মাঠে জয় উদযাপন শেষে টিম হোটেলে ফিরেই খবরটি পান খালেদ। যা ভেঙে দেয় তার হৃদয়। যেই খবরটি নিশ্চিত করেছেন চিটাগং কিংসের ম্যানেজমেন্ট। পরে রাত দেড়টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে বাংলাদেশি পেসারের প্রতি সমবেদনা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, ‘মা হারানো শোকার্ত খালেদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।’

বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সও শোকবার্তা দিয়েছে ফেসবুকে, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট স্ট্রাইকার্স পরিবার গভীর দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

মায়ের মৃত্যুর সংবাদ পাওয়ার আগে অবশ্য পারফর‌ম্যান্সে উজ্জল ছিলেন খালেদ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারাতে ব্যাট ও বল দুই বিভাগেই ছাপ রেখেছেন। ব্যাট হাতে ২ বলে ৭ রান করেছেন। আর পরে বোলিংয়ে চার ওভার হাত ‍ঘুরিয়ে ২৬ রান খরচায় শিকার করেছেন ২ উইকেট। এদিন তার দল বিপিএলে টানা চতুর্থ জয় পেয়েছে।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম