পেনাল্টি মিস করায় আর্সেনাল তারকার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার হুমকি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম
![পেনাল্টি মিস করায় আর্সেনাল তারকার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার হুমকি](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/14/96-678622ba12fb9.jpg)
আতঙ্কে দিনযাপন করছেন হাভার্টজের পরিবার— ছবি: সংগৃহীত
এমিরেটস স্টেডিয়ামে গত রোববার নায়ক হতে পারতেন কাই হাভার্টজ। হয়ে গেলেন ভিলেন। টাইব্রেকারে ফল যখন নিজেদের পক্ষে তখন আর্সেনাল তারকা ভুল করে বসেন। তার পেনাল্টি শট ঠেকিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আলতাই বায়িন্দি। তাতে এফএ কাপ থেকে ছিটকে পড়েন গানার্সরা। পেনাল্টি মিসের সেই ঘটনাই দুঃসহ হয়ে উঠছে তার পরিবারের। হাভার্টজের স্ত্রী ও অনাগত সন্তান শুনেছেন হত্যার হুমকি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির বিষয়টি
জানিয়েছেন জার্মান ফুটবলারের স্ত্রী সোফিয়া। তিনি সবাইকে আরেকটু সহমর্মী ও ধৈর্যশীল
হওয়ার অনুরোধ জানিয়েছেন। সোফিয়া জানিয়েছেন, তারা এই ঘটনায় আতঙ্কিত। তবে হুমকির এই বিষয়ে
এখনও কিছু বলেননি গানার্সদের অ্যাটাকিং মিডফিল্ডার হাভার্টজ।
সোফিয়া লিখেছেন, ‘আমাকে আর আমার গর্ভস্থ সন্তানকে
খুনের হুমকি দেওয়া হচ্ছে। একজন লিখেছেন, আমাদের বাড়িতে এসে দুজনকে খুন করবেন। আবার
একজন প্রার্থনা করেছেন, আমার সন্তান যেন নষ্ট হয়ে যায়। এই ঘটনায় আমরা আতঙ্কিত। কী করব
বুঝতে পারছি না।’
জার্মান তারকার স্ত্রী জানিয়েছেন সমর্থকদের
এমন হুমকিতে তারা মানসিকভাবে শান্তিতে নেই, ‘খেলায়
জয়-পরাজয় থাকবেই। কেউ ইচ্ছা করে হারে না। খেলোয়াড়দের একটু সম্মান করুন। সবার ব্যক্তিগত
জীবন আছে। পরিবার আছে। এই ধরনের কথায় এক জন ফুটবলারের মনের কী অবস্থা হয় সেটা বোঝার
চেষ্টা করুন।’
এফএ কাপের ম্যাচটি নির্ধারিত সময় ১-১
গোল সমতায় শেষ হয়। পরে পেনাল্টি শ্যুটআউটেও ইউনাইটেডের চোখে চোখ রেখে লড়ে আর্সেনাল।
ওই সময় গোল করতে ব্যর্থ হয় হাভার্টজ। যা নিয়েই এত কাণ্ড। কোচ মিকেল আর্তেতা তার পাশে
দাঁড়িয়েছেন। কিন্তু সমর্থকরা ঢালাওভাবে হারের দায় হাভার্টজকে দিচ্ছে। সবশেষ হত্যার
হুমকিও শুনেছে জার্মান মিডফিল্ডারের পরিবার।