Logo
Logo
×

খেলা

‘কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল আইসিসির’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ এএম

‘কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল আইসিসির’

বোর্ডার গাভাস্কার ট্রফিটা ভালো কাটেনি বিরাট কোহলির। ব্যাট হাতে একটা সেঞ্চুরি পেয়েছেন। তবে তার পর থেকে তার রান খরা দলকেও ভুগিয়েছে খুব। কোহলি এ কারণে সমালোচিত হয়েছেন, হচ্ছেন এখনও।
ব্যাট হাতে অফ ফর্ম বাদেও তিনি সমালোচনার মুখে পড়েছেন। এখনও ২০ এ পা না দেওয়া অভিষিক্ত স্যাম কন্সটাসের সঙ্গে বিবাদে জড়িয়ে তিনি তোপের মুখে পড়ে গেছেন। এবার সাবেক ইংলিশ পেসার স্টিফেন হার্মিসন জানালেন, কোহলিকে নিষিদ্ধই করা উচিত ছিল আইসিসির।
কন্সটাসের সঙ্গে কোহলির ঘটনাটা বিবাদে সীমাবদ্ধ ছিল না। তিনি ধাক্কা লাগিয়ে দিয়েছিলেন অজি ওপেনারকে। যার ফলে শাস্তিও পেতে হয়েছে তাকে। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানাও দিতে হয়েছে তাকে। সঙ্গে একটা ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার খাতায়।
এই শাস্তি ঘোষণার পরই অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ জানিয়েছিলেন, এ শাস্তি কম হয়ে গেছে অনেক। এবার হার্মিসনও সুর মেলালেন তার সঙ্গে। তারও অভিমত, সীমা অতিক্রমের অপরাধে কোহলির নিষিদ্ধ হওয়া উচিত ছিল।
তিনি বলেন, ‘কোহলির নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। সে সেখানে যা করেছে, তাতে তাকে নিষিদ্ধই করা প্রয়োজন ছিল। আপনারা জানেন কোহলি আমার কত পছন্দের খেলোয়াড়। ক্রিকেটের জন্য কত কী করেছে, সেটাও পরিষ্কার। কিন্তু সবকিছুর একটা সীমা আছে, যা অতিক্রম করা যায় না।’
এই সিরিজের পর কোহলির দলে জায়গা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। ভারতীয় সাবেকরাও এখন প্রশ্ন তুলছেন, জানাচ্ছেন, কোহলিকে দলে জায়গা ধরে রাখতে এখন পারফর্ম করতে হবে ঘরোয়া ক্রিকেটে। বিসিসিআই শেষমেশ কোহলিকে সে পথে হাঁটার নির্দেশ দেয় কি না, কোহলিও তাতে কীভাবে প্রতিক্রিয়া দেখান, সেটাই এখন দেখার বিষয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম