Logo
Logo
×

খেলা

মোহামেডানের কাছে লিগে হারের শোধ ফেড কাপে তুলল আবাহনী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম

মোহামেডানের কাছে লিগে হারের শোধ ফেড কাপে তুলল আবাহনী

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানের কাছে ০-১ গোলে হেরেছিল আবাহনী। সুলেমান দিয়াবাতের একমাত্র গোলে সেদিন মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় আকাশি-হলুদদের। অবশেষে ফেডারেশন কাপে সে হারের মধুর প্রতিশোধ নিয়েছে আবাহনী। মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলে সাদাকালোদের ১-০ ব্যবধানে হারিয়েছে দলটি।

এই জয়ে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার্সে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আবাহনীর। অন্যদিকে তিন ম্যাচের দুটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় গতবারের রানার্সআপ মোহামেডান।

লিগে দুরন্ত ফর্মে থাকলেও ফেডারেশন কাপে সে ছন্দ টেনে আনতে পারেনি আলফাজ আহমেদের দল। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তারা হেরে যায় রহমতগঞ্জের কাছে। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিলেও চিরশত্রু আবাহনীর কাছে এই হার তাদের অনেকটাই ছিটকে দিয়েছে শেষচারের হিসেব থেকে। 

‘বি’ গ্রুপে এখন আবাহনী ও রহমতগঞ্জের সমান ছয় পয়েন্ট। এই দুই দল তাদের পরের দুই ম্যাচ থেকে একটি করে পয়েন্ট সংগ্রহ করলেই চলে যাবে নতুন ফরম্যাটের কোয়ালিফায়ার্সে। মোহামেডান তখন শেষ ম্যাচে ফকিরেরপুলকে হারালেও লাভ হবে না।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এদিন পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামে মোহামেডান। স্থানীয়দের নিয়ে দলগড়া আবাহনী শুরু থেকেই খেল রক্ষণাত্মক ঢংয়ে। মোহামেডান ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করলেও ফিনিশিং দুর্বলতায় সেসব জলে গেছে।

মোহামেডান যখন হেলায় সুযোগ হারাচ্ছে, ঠিক তখনই দারুণ এক প্রতি আক্রমণ থেকে আবাহনীকে এগিয়ে নেন ইব্রাহিম। ৭৩ মিনিটে শাহরিয়ার ইমন ডান দিক দিয়ে আক্রমণে উঠেছিলেন। মোহামেডানের অরক্ষিত রক্ষণ দেখতে পেয়ে তরুণ উইঙ্গার দ্রুত স্কয়ার পাস ফেলেন গোল মুখে।  মার্কারকে সুযোগ না দিয়ে ইব্রাহিম ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন।

এতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে উচ্ছ্বাসে ভাসে আবাহনী। আর একরাশ হতাশা সঙ্গী করে ডাগআউটের পথ ধরেন মোহামেডানের ফুটবলাররা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম