Logo
Logo
×

খেলা

সিলেটকে চায়ে ডুবিয়ে রংপুর লিখল, ‘বেশিই স্বাদ’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ এএম

সিলেটকে চায়ে ডুবিয়ে রংপুর লিখল, ‘বেশিই স্বাদ’

ছবি: রংপুর রাইডার্সের ফেসবুক

এমন জয়ের স্বাদ একটু বেশিই হবে। দুটো কারণ টানতে পারেন— সিলেট স্ট্রাইকার্সের নিজেদের মাঠ এবং সংগ্রহে দুইশ ছাড়ানো রান। রংপুর রাইডার্সের বোলাররা যেদিন ধুঁকছিলেন, ঠিক সেদিনই তাদের ব্যাটাররা নিয়েছেন মধুর প্রতিশোধ। ২০৬ রানের লক্ষ্য ছাপিয়ে যেতে বাকি ছিল এক ওভার ও ৮ উইকেট। দাপুটে অমন জয়ের পর তাই মজা নিতে ভুল করেনি রংপুর। নিজেদের অফিসিয়াল ফেসবুকে খোঁচা মেরেছেন স্ট্রাইকার্সদের।

ঢাকা পর্বে অভিনেতা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালকে হারিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছিল, ‘লাগে উরাধুরা।’ তারপর ফরচুন বরিশালকে হারিয়ে ‘লঞ্চে ধাক্কা’ শিরোনামে সংবাদই বানিয়ে ফেলেছিল রংপুর। এবার মজাটা একটু বেশিই করেছে। সিলেটের মাঠে গতকাল যখন পেণ্ডুলামের মতো দুলছিল ম্যাচ তখন রংপুর পোস্ট করেছিল, পালাচ্ছি না। জয়ের পর তারা ছিলেন আরেক কাঠি সরেস!

সিলেটকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়ে রংপুর একটি গ্রাফিক্স ছবিতে ক্যাপশন জুড়ে দিয়েছিল, ‘আলহামদুলিল্লাহ, চায়ের দেশে প্রথম ম্যাচে রঙিন রংপুর রাইডার্স!’ খোঁচাটা ছিল ছবির মাঝে। এক কাপ চায়ে সিলেট স্ট্রাইকার্সকে চুবিয়ে উঠাচ্ছিল রাইডার্সরা। টি-ব্যাগে জুড়ে দেওয়া হয় সিলেট স্ট্রাইকার্সের লোগো। ক্যাপশন, ‘একটু বেশিই স্বাদ।’

রংপুরের এমন মজার পোস্ট ফেসবুকে ইতিমধ্যে ৩৮ হাজার মানুষ রিয়্যাক্ট করেছেন। কমেন্ট পড়েছে চার হাজারে মতো। শেয়ারও প্রায় হাজার খানেক। রাইডার্স সমর্থকদের পাশাপাশি সেখানে কমেন্টে লড়াই চালাচ্ছিলেন ফরচুন বরিশালের সমর্থকরা। সিলেটের সমর্থকরাও ছাড় দিচ্ছে না।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম