Logo
Logo
×

খেলা

সাকিব-মোস্তাফিজসহ পিএসএলের ড্রাফটে ৩০ বাংলাদেশি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ এএম

সাকিব-মোস্তাফিজসহ পিএসএলের ড্রাফটে ৩০ বাংলাদেশি

আর সব মৌসুমে জানুয়ারিতেই বেজে যায় পাকিস্তান সুপার লিগের দামামা। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এই লিগ চলে গেছে এপ্রিল মাসে। ফলে আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে এর সূচি। আইপিএলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা তাই ভিড় জমাচ্ছেন পিএসএল ড্রাফটে। 

এবার আইপিএলের নিলামে দল পাননি একজন বাংলাদেশিও। মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও সুযোগ পাননি। এই দুজন আগেই পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছিলেন। 

এবার ক্রিকেট পাকিস্তান জানাল, এই তালিকায় বাংলাদেশের আরও ২৮ জন ক্রিকেটারও নাম লিখিয়েছেন। এই তালিকায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, লিটন দাস, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্তরা। জাতীয় দলের প্রায় সব পরিচিত মুখই এখানে নাম দিয়েছেন।

পাকিস্তান সফরে গতি দিয়ে নজরে আসা নাহিদ রানা নাম লিখিয়েছেন এই তালিকায়। এছাড়া জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা রিপন মণ্ডল, রুয়েল মিয়া, মুকিদুল ইসলাম মুগ্ধরাও এই তালিকায় নাম দিয়েছেন। 

পিএসলের ড্রাফটে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা-

সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম