Logo
Logo
×

খেলা

ভারতের বিপক্ষে সৈকতের সাহসী সিদ্ধান্ত, আঁতে ঘা লেগেছে অশ্বিনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

ভারতের বিপক্ষে সৈকতের সাহসী সিদ্ধান্ত, আঁতে ঘা লেগেছে অশ্বিনের

ছবি: সংগৃহীত

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার মেলবোর্ন টেস্টে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ম্যাচের শেষদিনে গুরুত্বপূর্ণ সময়ে তার দেওয়া সিদ্ধান্তেই সাজঘরের পথ ধরতে হয় যশস্বী জয়সোয়ালকে। ম্যাচ বাঁচানোর জন্য তখন ভারতের সব আশা ছিল ৮৪ রান করা জয়সোয়ালকে ঘিরে।

কিন্তু সৈকতের সিদ্ধান্তে জয়সোয়ালকে ফিরতে হয় সাজঘরে। তাতে ভারতের হার ত্বরান্বিত হয়। ম্যাচের পর ভারতীয়রা সৈকতের ওপর ক্ষোভ ঝারছেন। তবে সৈকত প্রশংসা পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও সাবেক আন্তর্জাতিক আম্পায়ার সাইমন টফেলের।

এর মধ্যে সৈকতকে সামাজিক মাধ্যমে খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক মাধ্যম এক্স-এ সৈকতের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘স্নিকোমিটার এখন ট্রেন্ডিংয়ে। এই সুযোগে এই লোকটিকে (সৈকত) ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া উচিত।’ সেই সঙ্গে অশ্বিনের সংযোজন, ‘মজা করেই বলছি’। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অশ্বিনের পোস্ট।

প্রসঙ্গত, মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে তখনো ২১.২ ওভারের খেলা বাকি। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট। ভারতের ২০০ রান দরকার থাকলেও তারা খেলছিল ড্রর জন্য। যেটা পুরোপুরি নির্ভর করছিল জয়সওয়ালের ওপর।

৮৪ রানে ব্যাটিং করা জয়সওয়াল তখনই প্যাট কামিন্সের বাউন্সার উইকেটকিপার অ্যালেক্স ক্যারির কাছে চলে যায়। ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার দেন আউট দেননি। কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে।

রিভিউ নেওয়ার রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। শরফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান।

তখনই বাঁধে বিপত্তি। বল ব্যাটে লাগার ফলে স্নিকোতে যে স্পাইক দেখতে পাওয়ার কথা, তা দেখা যায়নি। তবে এরপরও শরফুদ্দৌলা আউটের সিদ্ধান্ত দেন।

এই সিদ্ধান্ত নিয়ে মাঠেই আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝেড়েছেন জয়সোয়াল। উইকেট ছাড়তে ছাড়তেও কিছু একটা বলেছেন তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম