Logo
Logo
×

খেলা

অঙ্কনের ব্যাটে ছক্কা-বৃষ্টি, দ্রুততম ফিফটির রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম

অঙ্কনের ব্যাটে ছক্কা-বৃষ্টি, দ্রুততম ফিফটির রেকর্ড

ছবি: বিসিবি

চিটাগং কিংসের জার্সিতে বিপিএলের একাদশ সংস্করণের প্রথম ম্যাচে মাঠে নেমেই ইতিহাস গড়লেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৮ বলে ৫০ ছুঁয়ে বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির কীর্তি এখন তার।

অঙ্কনের সামনে অবশ্য ১৫-১৬ বলেই পঞ্চাশে পা রাখার সুযোগ ছিল। ১৩ বলে ৩৯ রান করা অবস্থায় পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিমকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে তুলে মেরেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন।

ওই শটটা ছক্কা হলে ১৫ বলে রান দাঁড়াতো ৪৪। কিন্তু পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী দারুণ দক্ষতায় সেই সম্ভাব্য ছক্কা প্রতিহত করেন। হায়দারের হাতে লেগে বল মাঠের ভেতরে পড়লে ১ রান পান মাহিদুল। তাতে রান দাঁড়ায় ৩৯।

পরে ৩৯ থেকে পঞ্চাশে পৌঁছাতে আর মাত্র ৩ বল খরচ করেন অঙ্কন।

এর মধ্য দিয়েই খুলনা টাইগার্সের টপ অর্ডার ব্যাটার মাহিদুল ছাড়িয়ে গেলেন তার পূর্বসূরি রনি তালুকদারকে।

রনি ২০২৩ সালের ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। তবে মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে অঙ্কনের ছক্কার বন্যায় ভেসে গেছে রনির রেকর্ড। চিটাগংয়ের বিপক্ষে খুলনার প্রথম ম্যাচে শেষ পর্যন্ত ২২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিউল আধডজন ছক্কা ও একটি চারের মার। দিনশেষে তার দল ম্যাচ জিতে নেওয়ায় রেকর্ডের আনন্দ নিশ্চয়ই আরও বেড়েছে এই ব্যাটার।

রেকর্ডগড়া এই ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন অঙ্কন।

সবমিলিয়ে বিপিএলে দ্রুততম ফিফটির অবশ্য এখনো ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিনের। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চিটাগাং কিংসের বিপক্ষেই ১৩ বলে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম