Logo
Logo
×

খেলা

ভারতের পাকিস্তানে না খেলা নিয়ে যা বললেন শাহিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

ভারতের পাকিস্তানে না খেলা নিয়ে যা বললেন শাহিন

অবশেষে অবসান হলো সব নাটকীয়তার। এরইমধ্যে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। এতেই প্রমাণিত, ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানে আইসিসির কোনো আসর খেলতে যাবে না ভারত। ঠিক একইভাবে পাকিস্তান দলও ভারতে খেলতে যাবে না। ম্যাচগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। তবে আয়োজক স্বত্ত্ব থাকছে পাকিস্তানের হাতেই।

১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে ফরম্যাটের এই আসরের। 

এদিকে ভারতীয় ক্রিকেট দল যদি পাকিস্তানে খেলার জন্য সম্মত হতো, তাহলে খুব খুশি হতেন শাহিন শাহ আফ্রিদি। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানালেন পাকিস্তানের অন্যতম সেরা এ পেসার।

এদিন করাচিতে কায়েদ-এ-আজম মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান আফ্রিদি। এ সময় পাকিস্তানের প্রতিষ্ঠাতা নেতা সম্পর্কে তিনি বলেন, ‘কায়েদ-এ-আজমের বাসভবন পরিদর্শন করা খুব আনন্দের বিষয়’।

পাকিস্তান দল দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে নামছে কাল। তবে এই সিরিজের দোলে নেই আফ্রিদি। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরা এই পেসার বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দল ২০২৪ সালটি বেশ ইতিবাচকভাবেই শেষ করছে’।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭টি উইকেট নিয়ে ৩-০ ব্যবধানের জয়ে বেশ জোরালো ভূমিকা রাখেন শাহিন। এর আগে দুই টি-টোয়েন্টি ম্যাচে নেন ৩ উইকেট। 

এদিকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম সিজন এখন আলোচনায়। যার ড্রাফট হবে আগামী ১১ জানুয়ারি গওয়াদারে।

পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা আসন্ন এই টুর্নামেন্টের জন্য সই করেছেন। এর আগে তিনি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছিলেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম