ফাইনালে ঢাকাকে অল্পতে থামিয়ে শিরোপার হাতছানি রংপুরের সামনে
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
![ফাইনালে ঢাকাকে অল্পতে থামিয়ে শিরোপার হাতছানি রংপুরের সামনে](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/24/1-(10)-676a6bc26f034.jpg)
ছবি: সংগৃহীত
উড়তে থাকা ঢাকা মেট্রোকে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে মাটিতে নামিয়ে শিরোপার স্বপ্ন বাস্তবায়নের পথে রংপুর। প্রথমবারের মতো হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে ঢাকা মেট্রোকে মাত্র ৬২ রানে অলআউট করে দিয়েছে রংপুর।
এনসিএল টি-টোয়েন্টি আভাস দিয়েছিল দারুণ কিছুর। প্রথম দিকে রানের ফোয়ারা ছুটেছিল সিলেটের স্টেডিয়ামগুলোতে। এসেছে দুটো সেঞ্চুরিও। কিন্তু শেষদিকে এসে লো-স্কোরিং ম্যাচ দেখতে হয়েছে ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতাকে। ফাইনালে এসে চিত্রটা হয়েছে আরও করুণ।
টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাট করতে পাঠিয়ে চেপে ধরে রংপুরের বোলাররা। রংপুরের বোলিং তোপের মুখে সুবিধা করতে পারেনি ঢাকার কোনো ব্যাটার।
শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ৬২ রানে অলআউট হয় ঢাকা। যেখানে দলীয় সর্বোচ্চ ১৪ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে। রংপুরের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মুকিদুল মুগ্ধ ও আলাউদ্দিন বাবু।