ডাকের হ্যাটট্রিকের সঙ্গে লজ্জার রেকর্ড শফিকের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
![ডাকের হ্যাটট্রিকের সঙ্গে লজ্জার রেকর্ড শফিকের](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/23/1-(15)-6769278d6c947.jpg)
ছবি: সংগৃহীত
প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। তিন ম্যাচেও ওয়ানডে সিরিজ মোহাম্মদ রিজওয়ানের দল জিতেছে ৩-০ ব্যবধানে। এমন ইতিহাস গড়া এক সিরিজেই কিনা লজ্জার রেকর্ড গড়েছেন দলটির ক্রিকেটার আবদুল্লাহ শফিক।
দক্ষিণ আফ্রিকার সিরিজ তিন ম্যাচের কোনটিতেই রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটার। সবশেষ ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরে ডাকের হ্যাটট্রিক পূর্ণ করেছেন এই ওপেনার ব্যাটার। আর তাতেই দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চবার শূন্য রানে আউটের বিব্রতকর রেকর্ড গড়েছেন তিনি।
শফিকের আগে এক সিরিজে তিনবার শূন্য রানে সাজঘরে ফেরার সংখ্যাটা অবশ্য কম নয়। সব মিলিয়ে ১৩ জন ব্যাটসম্যান এমন নজির গড়েছেন। তবে শফিকের এই ভুলে যাওয়ার মতো রেকর্ডের সঙ্গে তুলনা হতে পারে কেবল ভারতের সূর্যকুমার যাদবের। শফিকের মতো শুধু সূর্যই ৩ ম্যাচের সিরিজে তিনবার ০ রানে ফিরেছেন।
সূর্যকুমার এখন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক, তবে ওয়ানডেতে অনিয়মিত। এই ডানহাতি ব্যাটসম্যান গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। সেটিই তিন ম্যাচের সিরিজে সব ম্যাচে ০ রানে আউটের বিশ্ব রেকর্ড ছিল। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ওপেনার।
দ্বিপক্ষীয় সিরিজে তিনবার শূন্য রানে আউট হওয়ার অন্য ঘটনাগুলো ৫-৭ ম্যাচের। এখন পর্যন্ত ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩টি শূন্য দেখতে হয়েছে নয়জন ব্যাটসম্যানকে। এর মধ্যে শোয়েব মালিক, ব্রেন্ডন টেলরের মতো ব্যাটসম্যানরাও আছেন। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে এমন ঘটনা দেখা গেছে দুটি আর ৭ ম্যাচের সিরিজে ১টি। তবে তাদের অনেকে অবশ্য বোলার।
পাকিস্তানের হয়ে ওপেনিং শফিক চরম ব্যর্থতার পরিচয় দিলেও দারুণ পারফর্মে নজর টেনেছেন সাইম আইয়ুব। তিন ম্যাচের সিরিজে দুটিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। হয়েছেন সিরিজ সেরাও।