Logo
Logo
×

খেলা

রিশাদের বলে ক্যাচ দিয়ে সাজঘরে পাওয়েল, প্রতিরোধের চেষ্টা শেফার্ডের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ এএম

রিশাদের বলে ক্যাচ দিয়ে সাজঘরে পাওয়েল, প্রতিরোধের চেষ্টা শেফার্ডের

১৯০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ভরসার নাম হতে পারতেন অধিনায়ক রভম্যান পাওয়েল। কিন্তু ১০ম ওভারের পঞ্চম বলে রিশাদ হোসেনের হাফ ভলিকে ছক্কা মারতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দিলেন পাওয়েল। ১২ বলে ২ রানে ফিরলেন। 

ফলে ১০ ওভার শেষের আগেই ৬০ রানে ৬ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

১১তম ওভারে তানজিম হাসান সাকিবকে দুটি ছক্কা মেরেছেন শেফার্ড। মোতিকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছেন তিনি। ১৩ রান এসেছে এই ওভারে। ১২তম ওভারে এই জুটি তুলেছে ৯ রান।

তবে জয়ের জন্য উইন্ডিজকে প্রতি ওভারে তুলতে হবে ১৩ রানেরও বেশি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ১২ ওভার শেষে ৬ উইকেটে ৮২ রান। জয়ের জন্য ৪৮ বলে তুলতে হবে আরো ১০৭ রান। ১৬ বলে ২৪ রানে অপরাজিত শেফার্ড।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে ঢের তুলনামূলক প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।  তাও আবার ঘরের মাঠ। এরমধ্যে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়ে ব্যাকফুটে ছিল টাইগাররা। তবে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করল লিটন দাসের দল। আজ জিতলেই ক্যারিবিয়ানদের ঘরের মাটিতে হােয়াইটওয়াশ করার কীর্তি গড়বে বাংলাদেশ।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম