Logo
Logo
×

খেলা

লিটন-তানজিদকে আউট করে সুখবর পেলেন আকিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

লিটন-তানজিদকে আউট করে সুখবর পেলেন আকিল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও দ্বিতীয় খেলায় তিন উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন।

কিংসটাউনে গত সোমবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে এক মেডেনসহ স্রেফ ১৩ রান দিয়ে ২ উইকেট নেন আকিল। এই পারফরম্যান্স তাকে নিয়ে গেছে র‌্যাংকিংয়ে সবার উপরে।

সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে দুই দফা আউট করেন আকিল হোসেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে তার শিকারে পরিণত হন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। 

আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৭০৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলেন আকিল হোসেন। 

টি-টোয়েন্টির এই সংক্ষিপ্ত ফরম্যাটে বোলারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। 

আকিল হোসেন দুই ম্যাচে তিন উইকেট শিকার করে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলেও তার দল বাংলাদেশের বিপক্ষে পরপর দুই ম্যাচে হেরে ইতোমধ্যে সিরিজি হাতছাড়া করেছে। সিরিজের শেষ ম্যাচে জয় না পেলে ঘরের মাঠেই হোয়াইটওয়াশ হবে ক্যারিবীয়রা। 

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে ৭০১ ও ৬৯৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ও শ্রীলংকার লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গা। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম