Logo
Logo
×

খেলা

ক্রিকেট মাঠে আর্জেন্টাইনের ‘ডাবল হ্যাটট্রিক’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

ক্রিকেট মাঠে আর্জেন্টাইনের ‘ডাবল হ্যাটট্রিক’

হেরনান ফেনেল/ক্রিকেট আর্জেন্টিনা

ফুটবলে আর্জেন্টাইনদের হ্যাটট্রিকের কথা নিত্য শোনা যায়। কিন্তু ক্রিকেটে কোনো আর্জেন্টাইনের এমন কীর্তি বিরল। এবার সে কাজটাই করে দেখিয়েছেন আর্জেন্টিনার ক্রিকেটার হেরনান ফেনেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা চার বলে উইকেট নিয়ে এই কীর্তিতে নাম লিখিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সাব-রিজওনাল আমেরিকাস অঞ্চলের ম্যাচে কেইম্যান আইল্যান্ডের বিপক্ষে টানা ৪ বলে উইকেট পেয়েছেন ৩৬ বছর বয়সী ফেনেল। রোববার (১৫ ডিসেম্বর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে এই কীর্তি গড়েন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেছেন ফেনেল। এর আগে এই কীর্তিতে নাম লেখান আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার ও লেসোথোর পেসার ওয়াসিম ইয়াকুবুর।

ডাবল হ্যাটট্রিকের পাশাপাশি আরও একটি বিরল কীর্তিতে নাম উঠেছে ফেনেলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তার প্রথম হ্যাটট্রিক নয়। এর আগে ২০২১ সালে অ্যান্টিগায় পানামার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বেই প্রথম হ্যাটট্রিকটি পেয়েছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক হ্যাটট্রিক করা ষষ্ঠ বোলারও এখন এই আর্জেন্টাইন।

এমন অতিমানবীয় বোলিংয়ের পরও অবশ্য আর্জেন্টিনাকে জেতাতে পারেননি ফেনেল। কেইম্যানের ইনিংসের ২০তম ওভারে শেষ ৪ বলে ৪ উইকেট নিয়ে দলটিকে ১১৬ রানে থামিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচে ৪ ওভারে স্রেফ ১৪ রান খরচায় ৫ উইকেট ঝুলিতে পোরেন ফেনেল।

রান তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে গেছে ফেনেলের দল। হেরে গেছে ২২ রানে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম