শেষ ওভারে ২৭ রান তুলে তামিমের ইনিংসে পানি ঢাললেন সালমান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
সালমান হোসেন ইমন/সংগৃহীত
১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তখন হার দেখছে বরিশাল। ১৯ ওভার শেষ দলটির রান ৫ উইকেটে ১৫৮। স্ট্রাইকে থাকা সালমান হোসেনের রান ২১ বলে ২৭। শেষ ছয় বলে ২৫ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন এই ব্যাটার, তেমনটা হয়ত কেউই ভাবেননি। তবে সে অভাবনীয় কাজটাই করে দেখালেন এই তরুণ। বোলার ইফরান হোসেনকে করা শেষ ওভারে তুলোধুনো করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
তাতে চট্টগ্রামের হয়ে খেলা তামিম ইকবালের ৫৮ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। বরিশালের জার্সিতে সালমানের সে অতিমানবীয় ব্যাটিংয়ে তামিমের দলকে হারতে হয়েছে ৫ উইকেটে।
চট্টগ্রামের হয়ে শেষ ওভারটা করতে এসেছিলেন ইফরান। শুরুর বলে ডট। পরের দুই বলে যথাক্রমে পয়েন্ট ও মিডউইকেটের ওপর দিয়ে জোড়া ছক্কা। চতুর্থ বলে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে চার।
ওভারের প্রথম ৪ বলে সালমান ১৬ রান তুলে ফেলার পর হালে পানি পায় বরিশাল। ওদিকে চট্টগ্রামের খেলোয়াড়দের মধ্যে তখন উদ্বেগ বাড়ছে। স্নায়ুচাপে ভোগেন বোলার ইফরানও। সে চাপের বশবর্তী হয়েই পঞ্চম বল করতে এসে নো বল করে বসেন তিনি। তবে সে বলে আরেকটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের হাতছোঁয়া দূরত্বে নিয়ে যান সালমান।
ফ্রি হিটের বলে কোনো রান নিতে না পারলেও শেষ বলে চার মেরে একইসঙ্গে দলের জয় ও নিজের ফিফটি নিশ্চিত করেন সালমান। তার ২৮ বলের ঝোড়ো ইনিংসে ছিল দুটি চার এবং চারটি ছক্কার মার।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা চট্টগ্রামের পক্ষে ৭ চার এবং ৬ ছক্কায় ৯১ রান করেন তামিম। তার ইনিংসে চড়েই ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান পর্যন্ত পৌঁছায় চট্টগ্রাম। তবে সালমান-ঝড়ে শেষ পর্যন্ত এই রানও জয়ের জন্য যথেষ্ট হলো না।