Logo
Logo
×

খেলা

রোনালদোর গ্যারেজে থাকা সবচেয়ে দামি গাড়ির মূল্য শতকোটিরও বেশি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

রোনালদোর গ্যারেজে থাকা সবচেয়ে দামি গাড়ির মূল্য শতকোটিরও বেশি

ছবি: সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকা করলে শুরুর দিকেই থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। পর্তুগিজ এই মহাতারকা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এখন সাফল্যের স্বাদ উপভোগ করছেন। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত রোনালদোর গ্যারেজে রয়েছে চোখ ধাঁধানো সব গাড়ি। সেসবের দাম শুনলে ভিরমি খেতে পারেন যে কেউ।

রোনালদোর মালিকানায় থাকা সবচেয়ে দামি গাড়ির নাম বুগাত্তি সেনতোদিয়েচি। বিশেষ সংস্করণের এই গাড়ির মাত্র ১০টি ইউনিট বানানো হয়েছে, যার একটি রয়েছে রোনালদোর সংগ্রহে। গাড়িটির বাজারমূল্য প্রায় ১১০ কোটি টাকা।

রোনালদোর সংগ্রহে থাকা আরেকটি গাড়ি হচ্ছে বুগাত্তি চিরন, যার মূল্য প্রায় ৩৫ কোটি টাকার মতো। এ ছাড়া রোনালদোর ম্যাকলারেন সেনার যে গাড়িটি আছে, সেটিও দেখতে বেশ নান্দনিক। প্রায় ১২ কোটি টাকায় কেনা এই গাড়িটি রোনালদোর কাছে আছে ২০১৯ সাল থেকে। রোনালদোর কাছে থাকা আরেকটি বিলাসী গাড়ি হচ্ছে ফেরারি ৫৯৯ জিটিও। এই গাড়ির মূল্য প্রায় ৪ কোটি টাকা।

এছাড়া বান্ধবি জর্জিজ্যা রদ্রিগেজের কাছ থেকে বিশ্বখ্যাত রোলস রয়েস ব্র্যান্ডের ডন গাড়িটি উপহার পেয়েছেন রোনালদো। এর বাজারমূল্য তিন কোটি টাকার বেশি।

সম্প্রতি রোনালদোর গ্যারেজে আরও একটি গাড়ি সংযোজিত হয়েছে। বিএমডব্লিউ এক্সএম মডেলের সে গাড়িটি তাকে উপহার দিয়েছে সৌদি ক্লাব আল নাসর কর্তৃপক্ষ। শুধু রোনালদোই নন, ক্লাবটির অন্য সব খেলোয়াড়দেরও একই মডেলের গাড়ি উপহার দিয়েছে তারা।

রোনালদোর সংগ্রহে থাকা গাড়ির সংখ্যা কত সে বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যায় না। তবে সম্প্রতি এক প্রতিবেদনে তার গ্যারেজে থাকা গাড়ির সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম