Logo
Logo
×

খেলা

গিলেস্পির আকস্মিক সিদ্ধান্তে কাজ বাড়ল আকিব জাভেদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

গিলেস্পির আকস্মিক সিদ্ধান্তে কাজ বাড়ল আকিব জাভেদের

আকিব জাভেদ ও জেসন গিলেস্পি/সংগৃহীত

আচমকা পাকিস্তানের টেস্ট দলের কোচে পদ থেকে সরে গেছেন অস্ট্রেলিয়ান জেসন গিলেস্পি। ক’দিন পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু, এর আগে নতুন কোচ নিয়োগ না দিয়ে বরং সাদা পোশাকের কোচ আকিভ জাভেদের ওপরই ভরসা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে আকিব জাভেদকে লাল বলের ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মাসে সাদা বলের দুই ফরম্যাটেও অন্তর্বর্তীকালীন কোচ হন সাবেক এই পাকিস্তানি পেসার।

বিবৃতিতে পিসিবি বলেছে, ‘চলমান অলফরম্যাট ট্যুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দুই ম্যাচ হতে যাচ্ছে আকিবের লাল বলের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট।’

গত এপ্রিলে পিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে লাল বলের ক্রিকেটে বাবরদের কোচ হন গিলেস্পি। মূলত তার সহকারী কোচ নিয়েলসনের সঙ্গে পিসিবি মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানানোর ফলেই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি।

প্রসঙ্গত, পাকিস্তান এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলছে। এরপর সমান ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম টেস্ট ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে। আর শেষ টেস্ট মাঠে গড়াবে ৩ ডিসেম্বর কেপটাউনে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম