Logo
Logo
×

খেলা

রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তানকে হারাল জিম্বাবুয়ে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তানকে হারাল জিম্বাবুয়ে

রায়ান ব্রুলের রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে জয়ে ফিরল জিম্বাবুয়ে।

জয়ের জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১১ রান। সবগুলো রান একাই নিয়ে শেষ বলে দলকে রোমাঞ্চকর এক জয় এনে দিলেন টাশিঙ্গা মুসেকিওয়া। 

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের জয় পেল ৪ উইকেটে। পাঁচ বছরের বেশি সময় পর আফগানিস্তানের বিপক্ষে এই সংস্করণে জয়ের স্বাদ পেল তারা।

দুই দলের ১৬ বারের দেখায় সব মিলিয়ে জিম্বাবুয়ের দ্বিতীয় জয় এটি। আগের জয়টি ছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে, চট্টগ্রামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে।

বুধবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান করে আফগানিস্তান। 

টার্গেট তাড়া করতে নেমে শেষ বলে গিয়ে দলের জয় নিশ্চিত করে স্বাগিতক জিম্বাবুয়ে। দলের জয়ে ৪৯ বলে ৪৯ রান করেন ব্রায়েন বেনেট। 

এই সিরিজের আগে চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় জিম্বাবুয়ে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম