
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ এএম
মাহমুদউল্লাহ-তানজিমের ব্যাটে সম্মানজনক পুঁজি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে বেশ বিপদেই পড়েছিল বাংলাদেশ। ১১৫ রান তুলতেই খুইয়ে বসেছিল ৭ উইকেট। তবে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার কাজটা করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবং পেসার তানজিম হাসান সাকিব। অষ্টম উইকেটে তাদের ৯২ রানের জুটিতে শেষ পর্যন্ত সম্মানজনক পুঁজি পেয়েছে বাংলাদেশ। ৪৫.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২২৭ রান স্কোরবোর্ডে জমা করেছে সফরকারীরা।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানেই ওপেনার সৌম্য সরকারকে (২) হারায় বাংলাদেশ। সবশেষ ১৫ ওয়ানডেতে মাত্র দুইবার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেয়েছেন এই ব্যাটার।
তিনে নেমে টেস্ট মেজাজে ব্যাট করে আউট হয়েছে লিটন দাস। ১৯ বলে ৪ রান করে জেডেন সিলসের বল পুল করতে গিয়ে অদ্ভুত কায়দায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন তিনি।
প্রথম ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৪ রান করলেও এদিন ১ রানের বেশি আসেনি অধিনায়ক মিরাজের ব্যাটে।
সিনিয়র ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের পরও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন ওপেনার তানজিদ হাসান। কিন্তু শেষ পর্যন্ত ৩৩ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৪৬ রানেই সাঙ্গ হয় তার ইনিংস। ১১তম ওভারে জাস্টিন গ্রিভসকে টানা দুই চার হাঁকিয়ে পরের বলেই তিনি সহজ ক্যাচ দেন রস্টন চেজের হাতে।
এরপর আফিফ হোসেন (২৪), জাকের আলী (৩) ও রিশাদ হোসেনও (০) অল্প রানের ব্যবধানে ফেরেন। দল যখন খাদের কিনারায় দাঁড়িয়ে, তখন ব্যাটিংয়ের হাল ধরেন মাহমুদউল্লাহ। তাকে যোগ্য সঙ্গ দিয়ে চমক দেন তানজিম হাসান সাকিব।
ব্যাট হাতে নিজের জাত চিনিয়ে ব্যক্তিগত ৪৫ রানে রস্টন চেজের বলে ৪৪তম ওভারে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন তিনি। এতে অষ্টম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটি থামে ৯২ রানে।
সঙ্গী হারিয়ে পরের ওভারে সিলসের বল অফ সাইডে খেলতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন মাহমুদউল্লাহ। ফেরার আগে ২ চার এবং ৪ ছক্কায় ৬২ রান আসে তার ব্যাটে।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪
আরও পড়ুন