Logo
Logo
×

খেলা

মাহমুদউল্লাহ-তানজিমের লড়াকু ব্যাটিংয়ে দুইশ পার বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

মাহমুদউল্লাহ-তানজিমের লড়াকু ব্যাটিংয়ে দুইশ পার বাংলাদেশের

ছবি: সংগৃহীত

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে বেশ বিপদেই পড়েছিল বাংলাদেশ। ১১৫ রান তুলতেই খুইয়ে বসেছিল ৭ উইকেট। তবে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার কাজটা করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবং পেসার তানজিম হাসান সাকিব। অষ্টম উইকেট জুটিতে তাদের অনবদ্য ব্যাটিংয়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশের ড্রেসিংরুমে।

অথচ সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানেই ওপেনার সৌম্য সরকারকে (২) হারায় বাংলাদেশ। সবশেষ ১৫ ওয়ানডেতে মাত্র দুইবার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেয়েছেন এই ব্যাটার।

তিনে নেমে টেস্ট মেজাজে ব্যাট করে আউট হয়েছে লিটন দাস। ১৯ বলে ৪ রান করে জেডেন সিলসের বল পুল করতে গিয়ে অদ্ভুত কায়দায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন তিনি।

প্রথম ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৪ রান করলেও এদিন ১ রানের বেশি আসেনি অধিনায়ক মিরাজের ব্যাটে।

সিনিয়র ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের পরও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন ওপেনার তানজিদ হাসান। কিন্তু শেষ পর্যন্ত ৩৩ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৪৬ রানেই সাঙ্গ হয় তার ইনিংস। ১১তম ওভারে জাস্টিন গ্রিভসকে টানা দুই চার হাঁকিয়ে পরের বলেই তিনি সহজ ক্যাচ দেন রস্টন চেজের হাতে।

এরপর আফিফ হোসেন (২৪), জাকের আলী (৩) ও রিশাদ হোসেনও (০) অল্প রানের ব্যবধানে ফেরেন। দল যখন খাদের কিনারায় দাঁড়িয়ে, তখন ব্যাটিংয়ের হাল ধরেন মাহমুদউল্লাহ। তাকে যোগ্য সঙ্গ দিয়ে চমক উপহার দেন তানজিম হাসান সাকিব। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২০৭ রান তুলেছে সফরকারীরা। মাহমুদউল্লাহ-তানজিমের জুটিতে এসেছে ৯২ রান। ৬১ রানে ব্যাট করছেন মাহমুদউল্লাহ, ৪৫ রান এসেছে তানজিমের ব্যাটে।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম