Logo
Logo
×

খেলা

অন্যরকম ‘সেঞ্চুরি’তে শচীন-পন্টিং-ক্যালিসের পাশে রুট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

অন্যরকম ‘সেঞ্চুরি’তে শচীন-পন্টিং-ক্যালিসের পাশে রুট

জো রুট/সংগৃহীত

সাদা পোশাকে মাঠে নামলেই রেকর্ড গড়েন ইংলিশ ব্যাটার জো রুট। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে তার ব্যাট যেন খাপখোলা তলোয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে নতুন এক কীর্তি গড়েছেন তিনি। এই কীর্তির মাধ্যমে কিংবদন্তি শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিসদের কাতারে নাম উঠেছে তার। 

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি পেতেই রুটের সে রেকর্ড গড়া হয়ে যায়। এটা টেস্টে এই ইংলিশ ব্যাটারের শততম পঞ্চাশ ছাড়ানো ইনিংস। সাদা পোশাকে ৩৫ সেঞ্চুরির পাশাপাশি এখন ৬৫ ফিফটির মালিক রুট।

১০৩টি করে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে তার ওপরে রয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার পন্টিং ও প্রোটিয়া অলরাউন্ডার ক্যালিস। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে পন্টিংয়ের সেঞ্চুরির সংখ্যা ৪১ আর ফিফটি ৬২টি। আর জ্যাক ক্যালিসের ৪৫ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫৮টি ফিফটি।

আর এই তালিকায় সবার ওপরে রয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন। প্রায় দুই যুগের লম্বা ক্যারিয়ারে শচীন খেলেছেন ১১৯টি পঞ্চাশ পেরুনো ইনিংস। ৫১টি টেস্ট সেঞ্চুরি তার নামের পাশে, সঙ্গে আছে ৬৮ টেস্ট ফিফটি।

রুটের কীর্তির দিনে ওয়েলিংটন টেস্টে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড। ৮৬ রানে ৫ উইকেট নিয়ে দিনের খেলা শুরু করা নিউজিল্যান্ড এদিন ১২৫ রানে পৌঁছাতেই সব উইকেট হারিয়ে বসে।

১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ডের রান এখন ৫ উইকেটে ৩৭৮। অল্পের জন্যে সেঞ্চুরি মিস করেছেন দুই ইংলিশ ব্যাটার বেন ডাকেট (৯২) ও জ্যাকব বেথেল (৯৬)। এছাড়া প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক দ্বিতীয় ইনিংসে করেছেন ৫৫ রান। কীর্তিমান রুট অপরাজিত রয়েছেন ৭৩ রানে। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড লিড এখন ৫৩৩।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম