বাংলাদেশকে হারাতে রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ এএম
সংগৃহীত
জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ২১১ রানের। চতুর্থ দিনে ১৯৩ রানে ৫ উইকেট হাতে রেখে ব্যাট করতে নামবে সফরকারীরা। স্বাভাবিকভাবেই এই লিডটা আরও বাড়বে। সেটা কত বাড়ে তার ওপর নির্ভর করবে এই টেস্টের ফল। তবে একটা ব্যাপার পরিষ্কার এই টেস্টে জিততে রেকর্ড গড়তে হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে।
জ্যামাইকার অতীত পরিসংখ্যান অন্তত কথা বলছে বাংলাদেশের পক্ষেই। যা তৃতীয় দিন শেষে এগিয়ে রাখছে বাংলাদেশকে। কেননা, বার্বাডোজের এই স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ২১২ রানের বেশি লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো দলের। সবশেষ ২০০৩ সালে ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের নজির দেখা গিয়েছিল। সেবার শ্রীলংকার বিপক্ষে এই লক্ষ্য তাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
এই মাঠে ২০০ এর বেশি রান তাড়া করে জেতার নজিরই আছে কেবল ২টি। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৬ রানের লক্ষ্য পার করেছিল স্বাগতিকরা। এছাড়া ১৫০ এর বেশি রানতাড়া করে জেতার নজির আছে দুইটি। ১৯৮৩ সালে ভারত এবং ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে। যা আশা জাগাচ্ছে বাংলাদেশকে।
তাছাড়া এখনও উইকেটে আছেন জাকের আলী অনিক এবং তাইজুল ইসলাম। ২৯ রানে ক্রিজে অপরাজিত জাকের আলী। ৯ রানে অন্য প্রান্ত আগলে রেখেছেন তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটে দুজনে ৪৭ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন। এরপর পরিস্থিতি বিবেচনায় ব্যাট করতে দেখা যেতে পারে মুমিনুল হককেও। অসুস্থ বোধ করায় তৃতীয় দিনে ব্যাট করতে নামেননি মুমিনুল। মাঝে একটা দিন পার হওয়ায় তিনি যদি স্বস্তি বোধ করেন তাহলে ব্যাট হাতে নামতে দেখা যাবে তাকে। যা বাংলাদেশকে আরও এগিয়ে দিতে পারে।
জ্যামাইকায় চতুর্থ ইনিংস রান তাড়া করার রেকর্ড
২১২/৩ - ওয়েস্ট ইন্ডিজ; প্রতিপক্ষ শ্রীলংকা (২০০৩)
২০৬/৫ - ওয়েস্ট ইন্ডিজ; প্রতিপক্ষ নিউজিল্যান্ড (২০১২)
১৭২/৬ - ওয়েস্ট ইন্ডিজ; প্রতিপক্ষ ভারত (১৯৮৩)
১৬৮/৯ - ওয়েস্ট ইন্ডিজ; প্রতিপক্ষ পাকিস্তান (২০২১)