Logo
Logo
×

খেলা

ধুঁকতে থাকা সিটিকে হারিয়ে অবস্থান শক্ত করল লিভারপুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ এএম

ধুঁকতে থাকা সিটিকে হারিয়ে অবস্থান শক্ত করল লিভারপুল

সংগৃহীত

পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এমন দুঃসময় আগে কখনো আসেনি। সব মিলিযে টানা সাত ম্যাচে জয়হীন তার দল ম্যানসিটি।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারল না বর্তমান চ্যাম্পিয়নরা। অ্যানফিল্ডে সিটিকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা রেসে আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে লিভারপুল। ১৩ ম্যাচ শেষে দলটির পয়েন্ট এখন ৩৪।

কোডি গাকপো ও মোহামেদ সালাহর গোলে লিগে টানা চতুর্থ হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে সিটি। দলটির পয়েন্ট এখন ২৩।

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চেলসি উঠে এসেছে তিনে। অপর ম্যাচে রাশফোর্ড ও জির্কজির জোড়া গোলে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ৪-০ ব্যবধানে।

এদিকে লা লিগায় বেলিংহাম ও এমবাপ্পের গোলে হেতাফেকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম