Logo
Logo
×

খেলা

‘বুমরাহর জন্য ৫২০ কোটিও কম পড়ত’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পিএম

‘বুমরাহর জন্য ৫২০ কোটিও কম পড়ত’

ছবি: সংগৃহীত

আইপিএলের মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি রুপিতে লখনউ সুপার জায়ান্টসে গেছেন রিশাভ পান্ত। তার চেয়ে কিছুটা কম ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে নাম লিখিয়েছেন শ্রেয়াস আইয়ার। ১৩ বছরের কিশোর বৈভব সূর্যবংশীও কোটিপতি বনে গেছেন।

অবশ্য নিলামের আগেই অনেক ক্রিকেটারদের ধরে রেখেছিল দলগুলো। এর মধ্যে ১৮ কোটি রুপি দিয়ে জশপ্রীত বুমরাহকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে গুজরাট টাইটান্সের কোচ সাবেক ভারতীয় ক্রিকেটার আশিস নেহরা মনে করেন, নিলামে উঠলে বুমরাহর জন্য ৫২০ কোটি রুপিও কম পড়ত।

সেদিকে ইঙ্গিত করে সাবেক এই ভারতীয় পেসার বলেন, ‘বুমরাহ দেশের হয়ে বহুবার ম্যাচ জিতিয়েছে। রোহিত শর্মা প্রথম ম্যাচ না খেলায় ও দেশকে নেতৃত্ব দিয়েছে। ফলে ওর কাঁধে বাড়তি চাপ ছিল। যেভাবে সেই চাপ সামলেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।’

নেহরার সংযোজন, ‘নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পরেও বুমরাহ যেভাবে নেতৃত্ব দিয়েছে তা অসাধারণ। ওকে হারানো সহজ নয়। বুমরাহ আইপিএল নিলামে থাকলে অনেক কিছু হতে পারত। হয়তো ৫২০ কোটি টাকাও ওর জন্য কম পড়ত।’

শুধু বোলার হিসেবেই নন, অধিনায়ক হিসেবেও নিজের জাত চিনিয়েছেন বুমরাহ। নভেম্বরে তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ২৯৫ রানের বড় জয় পেয়েছে ভারত।

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম