Logo
Logo
×

খেলা

লংকানদের ৪২ রানে অলআউটের দিনে জয়সুরিয়ার রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

লংকানদের ৪২ রানে অলআউটের দিনে জয়সুরিয়ার রেকর্ড

সংগৃহীত

ডারবান টেস্টে মাত্র ৪২ রানে অলআউট হয়ে গেছে শ্রীলংকা। গড়েছে লজ্জার রেকর্ড। অবশ্য সেই তিক্ত অভিজ্ঞতা কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছেন দলটির স্পিনার প্রভাথ জয়সুরিয়া। বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। 

এদিন দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জিকে ফিরিয়ে টেস্টে নিজের শততম উইকেট তুলে নেন জয়সুরিয়া। গড়েন রেকর্ড। বাঁহাতি বোলারদের মধ‍্যে তার চেয়ে কম ম‍্যাচে ১০০ উইকেট নিতে পারেননি কোনো বোলার।

প্রোটিয়াদের বিপক্ষে ডারবান টেস্ট শুরুর আগে ১৬ ম্যাচে ৯৭ উইকেট ছিল তার। প্রথম ইনিংসে নেন ২ উইকেট। এরপর বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে তুলে নেন সেঞ্চুরি উইকেট। 

টেস্ট ক্রিকেটে বাঁহাতি বোলারদের মধ‍্যে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার আগের রেকর্ড ছিল কলিন ব্লাইথের। ইংল্যান্ডের ওই বোলার ১৯ ম‍্যাচে উইকেটের পূরণ করেন ১০০ উইকেটের মাইলফলক। কিন্তু এবার সেটি ১৭ ম্যাচ খেলেই ভাঙলেন লঙ্কান জয়সুরিয়া।

সবমিলিয়ে টেস্টে জয়সুরিয়ার চেয়ে কম ম‍্যাচে ১০০ উইকেট তুলেছেন একমাত্র জর্জ লোম‍্যান। ইংল্যান্ডের এই পেস বোলার ১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে গড়েন এই কীর্তি। ১৬ টেস্ট খেলেই পা রাখেন ১০০ উইকেট ক্লাবে।

জয়সুরিয়ারর মতো সমান ১৭ টেস্ট খেলে শত উইকেট ক্লাবে পা রাখা অন্য বোলাররা হলেন চার্লস টার্নার, সিডনি বার্নস, ক্ল‍্যারি গ্রিমেট ও ইয়াসির শাহ।

জয়সুরিয়ার এমন কীর্তি গড়ার ম্যাচে অবশ্য হারের অপেক্ষায় তার দল। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ৩ উইকেটে ২৩৩ রান তুলেছে। সব মিলিয়ে তাদের লিড এখন ৩৮২ রানের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম