সংগৃহীত
আগামী বছরই ইন্টার মায়ামিতে মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মিসের। অনেকের ধারণা ক্যারিয়ারের পড়ন্ত বেলায় মেসি তার পুরনো ক্লাব বার্সেলোনা কিংবা সৌদি আরব অথবা নিজ দেশের ক্লাবে ফিরবেন। তবে সেটি যে আপাতত হচ্ছে না তা এক রকম পরিষ্কার। মেসিকে আপাতত কোথায় যেতে দিচ্ছে না তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। মেসির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে যাচ্ছে ক্লাবটি।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসির বর্তমান চুক্তি ২০২৫ মৌসুম শেষে শেষ হলেও সেটি বাড়াতে চায় মায়ামি। নতুন করে আরও এক বছরের জন্য মেসিকে ধরে রাখতে চায় ক্লাবটি। যা নিয়ে এখন দর–কষাকষি হচ্ছে বলেও জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।
দুই পক্ষ রাজি থাকলে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেসিকে দেখা যাবে মায়ামিতে। এখন পর্যন্ত চুক্তি পাকা না হলেও যেকোনো মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মনে করছে এএস। শুধু এএসই নয়, আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে, মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মায়ামি।
সংবাদ মাধ্যমটির তথ্য মতে, মেসির সঙ্গে মায়ামির চুক্তি বাড়ানোর আরেকটি উল্লেখযোগ্য ইঙ্গিত হতে পারে হাভিয়ের মাচেরানোর ক্লাবটিতে কোচ হয়ে আসা। সম্প্রতি আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্তিনোর বিদায়ের পর ক্লাবটির নতুন কোচ করা হয়েছে আরেক আর্জেন্টাইন ও মেসির সতীর্থ মাচেরানোকে। অনেকের ধারণা সাবেক এই আর্জেন্টাইন মিডফিল্ডারের কোচ হয়ে আসার পেছনে বিশেষ প্রভাব আছে মেসির।
২০২৬ সালের শেষ পর্যন্ত মেসির মায়ামিতে থাকার আরেকটি বড় কারণ হতে পারে বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। যেখানে মেসিকে চান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিসহ দলের খেলোয়াড়েরা। তাই তার আগে যুক্তরাষ্ট্রে পাকাপোক্তভাবে মানিয়ে নিতে চান মেসি। যেন বিশ্বকাপের ম্যাচগুলো তখন হোম ভেন্যুর মতো মনে হয় তার।