Logo
Logo
×

খেলা

৮ মাসের বেতন না পেয়ে ক্লাব ছাড়ল ব্রাজিলিয়ান ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১০:০৯ এএম

৮ মাসের বেতন না পেয়ে ক্লাব ছাড়ল ব্রাজিলিয়ান ফুটবলার

সংগৃহীত

ঘরোয়া ফুটবলে গত এক যুগে খেলা অন্যতম সেরা বিদেশি ফুটবলার ছিলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনহো। কিংসের হয়ে পায়ের জাদুতে সবাইকে মোহিত করেছেন। তার ওপর ভর করে কিংস একের পর এক শিরোপা জিতেছে।

২৯ বছর বয়সি ফরোয়ার্ডকে এ মৌসুমে দেখা যাচ্ছে না ঢাকার মাঠে। কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। এই নভেম্বর মাস পর্যন্ত তার চুক্তি। এরই মধ্যে রবিনহো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে কিংসের ম্যানেজমেন্টকে দোষারোপ করার পাশাপাশি তার আট মাসের বেতন বাকি থাকার প্রসঙ্গও উঠে এসেছে।

কিংসের হয়ে প্রায় চার বছরে ৭৫ গোল করা রবিনহো লিখেছেন, ‘কিংসের সঙ্গে আমার চুক্তি শেষ হয়ে আসছে। ভক্ত, খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যাদের সঙ্গে কাজ করে আমি সম্মানিতবোধ করছি। একসঙ্গে আমরা ইতিহাস তৈরি করেছিলাম। বেশ কয়েকটি শিরোপা জিতেছি, দলের অধিনায়ক হওয়ার ও ১০ নম্বর জার্সি পরার সৌভাগ্য হয়েছিল আমার। বাংলাদেশকে বড় মঞ্চে নিয়ে যাওয়ার সুযোগও হয়েছে, বিশেষ করে এএফসি কাপ ও এফসি চ্যাম্পিয়ন্স লিগে। বাংলাদেশে আমার শেষটা সুখের ও সুন্দর করতে চেয়েছিলাম; কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেকে বিলিয়ে দেওয়া একজনের প্রতি ক্লাব যে অসম্মান দেখিয়েছে, তা বর্ণনাতীত।’

তিনি যোগ করেন, ‘ম্যানেজমেন্টে এমন কিছু লোক আছে যাদের রয়েছে শুধু ব্যক্তিগত আকাঙ্ক্ষা, এটা শুধু খেলোয়াড় নয়, ক্লাবকেও ক্ষতিগ্রস্ত করছে। আমি আমার ভক্তদের পরিষ্কার করে জানাতে চাই, আমরা দুপক্ষের মধ্যে ন্যায্য চুক্তির চেষ্টা করেছিলাম। কিন্তু ক্লাব প্রতিশ্রুতি রক্ষা করেনি। এ কারণে আমি আট মাসের বেতন ছাড়াই এই চক্র শেষ করতে যাচ্ছি। তবে কিংস ও বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনা ও অবিস্মরণীয় মুহূর্তের জন্য ধন্যবাদ দিতে চাই। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে। শুভকামনা রইল।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম