সংগৃহীত
গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচটা জয়ে রাঙাতে পারল না রংপুর রাইডার্স। জয়ের খুব কাছে গিয়ে শেষ পর্যন্ত সুপার ওভার থ্রিলারে ম্যাচ হেরেছে নুরুল হাসান সোহানের দল।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে খুশদিল শাহর এক ছক্কায় মোট ১২ রান তুলেছিল রংপুর রাইডার্স। এই রান ডিফেন্ড করতে বিদেশি জ্যাক চ্যাপেলের ওপর আস্থা রেখেছিলেন অধিনায়ক সোহান। তবে তার সেই আস্থার প্রতিদান দিতে পারেননি এই পেসার। প্রথম বলেই ছক্কা হজম করেন চ্যাপেল। তবে মাঝে খেলা জমিয়ে তুলেছিলেন এই পেসার।
ছক্কা খাওয়ার পরের বলেই উইকেট নেন। পরের দুই বলে দুটি সিঙ্গেল দিয়ে ম্যাচ জমিয়ে তুলেন। যদিও তাতেও শেষ রক্ষা হয়নি। শেষ ২ বলে যখন ৫ রান দরকার, তখন পঞ্চম বলে এই পেসারকে আরো একটা ছক্কা হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন লিয়াম ডসন।
এর আগে, গায়ানায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি রংপুর রাইডার্স। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে নাটকীয়তা শেষে জয় পায় হ্যাম্পাশায়ার।
শুরুতে ব্যাট করা হ্যাম্পাশায়ারের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন শান মাসুদ। রংপুরের হয়ে ৪ ওভারে ২৩ রান খরচায় ৫ উইকেট ননে জ্যাক চ্যাপেল। রিশাদের শিকার ১ উইকেট। ব্যাটিংয়ে সৌম্য সরকার করেন ২৭ রান।, অধিনায়ক সোহান করেন ২৪ ও খুশদিল শাহ করেন ২৫ রান। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে জয় পাওয়া হয়নি রংপুরের। সুপার ওভারে গড়ায় ম্যাচ। যেখানে জয় পায়নি রংপুর।