Logo
Logo
×

খেলা

বাংলাদেশের ইনিংস ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

বাংলাদেশের ইনিংস ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়

ফাইল ছবি

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠে গড়ানোর আগেই বড় চমক দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রান পিছিয়ে থেকেই ডিক্লেয়ার করে দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এর ফলে চতুর্থ দিনের শুরু থেকেই ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ।

তবে ব্যাটিংয়ে নেমে ঠিক সুবিধা করতে পারছে না দলটি। ৩৯ রানের মধ্যেই স্বাগতিকদের তিন ব্যাটার ধরেছেন সাজঘরের পথ।

ক্যারিবিয়ান ব্যাটারদের শুরু থেকেই ভোগাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশকে এই ইনিংসে প্রথম সাফল্যও এনে দিয়েছেন তিনি। ইনিংসের পঞ্চম ওভারে দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ওপেনার মিকাইল লুইসকে (৮) ক্যাচ বানিয়েছেন তিনি।

এরপর তার বলেই স্লিপে ধরা পড়েছেন তিনে নামা ক্যাসি কার্টি। গুড লেংথে পড়ে বেরিয়ে যেতে থাকা বলে অলসভঙ্গিতে খোঁচা মেরে নিজের উইকেট উপহার দিয়েছেন ৩ রান করা এই উইন্ডিজ ব্যাটার।

এদিকে শরিফুল ইসলামের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটও। স্লিপে দুটি ক্যাচ-ই নিয়েছেন মাহমুদুল হাসান জয়।

১২ ওভার শেষে ৩ উইকেটে ৩৯ রান তোলা ওয়েস্ট ইন্ডিজের লিড এখন ২২০। 

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম