১৮১ রান পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা বাংলাদেশের!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০১ পিএম
ছবি: সংগৃহীত
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রান পিছিয়ে ছিল বাংলাদেশ। ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামার কথা ছিল মেহেদী হাসান মিরাজদের। তবে এদিন মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ।
এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের কী পরিকল্পনা থাকতে পারে, সেটা নিয়েই এখন চলছে জল্পনা-কল্পনা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ৪৫০ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাব দিতে নেমে ব্যাট হাতে আরও একবার হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। জাকের আলী (৫৩) এবং মুমিনুল হকের (৫০) ফিফটির পরও ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহের ধারেকাছেও যেতে পারেনি সফরকারীরা।
শেষ পর্যন্ত ১৮১ রানে পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।