Logo
Logo
×

খেলা

কঠিন সময়ে কীভাবে পাশে ছিলেন স্ত্রী, জানালেন কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম

কঠিন সময়ে কীভাবে পাশে ছিলেন স্ত্রী, জানালেন কোহলি

সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে শতরান করেছেন কোহলি। দীর্ঘদিন পর সেঞ্চুরি পেলেন তিনি। খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে কঠিন সময়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে স্ত্রীকে নিয়ে কথা বলেন বিরাট কোহলি। শুরু থেকেই আমার চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছে আনুশকা বলেও জানান তিনি। 

সেঞ্চুরির পর এ উদযাপনে স্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতাও জানাতে ভোলেননি কোহলি। হাসিমুখে গ্যালারিতে চুম্বন ছুড়ে দিলেন স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার দিকে। বিরাটের সেঞ্চুরির পর আনুশকা যখন হাত তালি দিয়ে সম্মান জানাছিলেন, তখনই পিচ থেকে স্ত্রীর উদ্দেশে শূন্যে চুম্বন ছুড়ে দেন কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভক্ত-অনুরাগীরাও ভীষণ খুশি। কোহলি সেঞ্চুরি পেতেই গ্যালারিতে হাসিমুখে দেখা যায় আনুশকা শর্মাকে। 

রবিবার ৩০তম শতরান পাওয়ার পরেই তৃতীয় দিনের খেলার শেষে বক্তব্য রাখেন বিরাট। ৪৯২ দিন পর টেস্টে শতরান পেলেন বিরাট। কঠিন সময়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে স্ত্রীকে নিয়ে কথা বলেন তিনি। বিরাট বলেন, শুরু থেকেই আমার চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছে আনুশকা। ভালো পারফর্ম করতে না পারলে তখন মনের মধ্যে কী চলে, সেটি ও জানে। আমি ব্যর্থতাকে বয়ে নিয়ে যেতে চাই না। দেশের প্রতিনিধিত্ব করতে পারলেই আমি গর্বিত। 

আনুশকা বেশ কিছু বছর ধরেই বলিউডের বাইরে। অভিনয় করছেন না তিনি। খুব একটা ছবি করার দিকে আগ্রহ নেই বলেও জানান এ অভিনেত্রী। চলতি বছর ১৫ ফেব্রুয়ারি অভিনেত্রী দ্বিতীয় সন্তান অকায়ের জন্ম দেন। তার পর থেকে পরিবারের সঙ্গেই সময় কাটাতে আগ্রহী আনুশকা। তার অভিনীত ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম