Logo
Logo
×

খেলা

৪৯৬ দিন পর কোহলির সেঞ্চুরি, পার্থ টেস্টে জয়ের ঘ্রাণ পাচ্ছে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

৪৯৬ দিন পর কোহলির সেঞ্চুরি, পার্থ টেস্টে জয়ের ঘ্রাণ পাচ্ছে ভারত

সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল। এই ব্যাটারের ১৬১ রানের ইনিংসের পর সেঞ্চুরি পেয়েছেন তারকা ব্যাটার বিরাট কোহলি। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে স্কোরবোর্ডে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। তাতে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ৫৩৪।

আর সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ বিকেলে ১২ রান তুলতে গিয়ে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর তাতেই পার্থ টেস্টে জয়ের ঘ্রাণ পাচ্ছে ভারত।

এদিন কোহলি তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করার পরপরই ইনিংস ঘোষণা করেছে ভারত। টেস্ট ক্রিকেটে ৪৯৬ দিন পর সেঞ্চুরির দেখা পেলেন তারকা এই ব্যাটার। এমন দিনে জয়সওয়ালের ১৬১, লোকেশ রাহুলের ৭৭ ও শেষ দিকে অভিষিক্ত রেড্ডির ৩৮ ও কোহলির অপরাজিত ১০০ রানের ইনিংসে রানের পাহাড় গড়ে ভারত। তার সঙ্গে যোগ হয় প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড।

যেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ বিকেলে তিন উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। বুমরাহ একাই শিকার করেছেন ২ উইকেট। মোহাম্মদ সিরাজের শিকার ১ উইকেট। উইকেটে আছেন উসমান খাজা। চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন তিনি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম