Logo
Logo
×

খেলা

হাসানের জোড়া আঘাতের পর বড় সংগ্রহের পথে উইন্ডিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৩ পিএম

হাসানের জোড়া আঘাতের পর বড় সংগ্রহের পথে উইন্ডিজ

জাস্টিন গ্রিভস/ফাইল ছবি

দিনের শুরুতেই দুই উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। তাতে স্বাগতিকদের নাগালের মধ্যে আটকে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে সে আশায় আপাতত পানি ঢেলে দিয়েছেন জাস্টিন গ্রিভস। ফিফটি করে উইন্ডিজের রানের চাকা সচল করেছেন তিনি। তার দৃঢ়তায় অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৬ রান।

অথচ দিনের শুরুতেই হাসান মাহমুদের জোড়া আঘাতে স্বস্তি পেয়েছিল বাংলাদেশ। প্রথম ওভারেই জশুয়া দা সিলভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসান। ১৪ রান করা দা সিলভা রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

নিজের পরের ওভারে আলজারি জোসেফকেও সাজঘরের পথ চেনান হাসান। এই উইকেটে অবশ্য হাসানের চেয়ে ফিল্ডার জাকির হাসান কিঞ্চিত বেশি কৃতিত্ব পাবেন। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে জোসেফের ইনিংসের ইতি টানেন জাকির।

৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরু করা উইন্ডিজ মুহূর্তেই পরিণত হয় ২৬১/৭। সেখান থেকে স্বাগতিকদের টেনে তোলার চেষ্টা করেছেন গ্রিভস এবং কেমার রোচ। অষ্টম উইকেটে তাদের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতেই এখন বড় স্কোরের স্বপ্ন দেখছে তারা।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম