দুর্দান্ত ব্যাটিংয়ে ছক্কার রেকর্ডে নাম জয়সোয়ালের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
যশস্বী জয়সোয়াল/সংগৃহীত
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের পথে এগোচ্ছে ভারত। দুই ওপেনার যশস্বী জয়সোয়াল এবং কে এল রাহুল মিলে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৭২ রান স্কোরবোর্ডে জমা করেছেন। দ্বিতীয় দিন শেষে তাদের লিড ২১৮ রান। ৯০ রানে ব্যাট করছেন জয়সোয়াল, ৬২ রান করেছেন রাহুল।
৯০ রানের দুর্দান্ত সে ইনিংস খেলার পথে দুটি ছক্কা হাঁকিয়েছেন জয়সোয়াল। আর তাতেই দারুণ এক ছক্কার কীর্তি হয়ে গেছে তার। সাদা পোশাকের ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার মালিক এখন এই তরুণ ওপেনার।
ভারতের দ্বিতীয় ইনিংসে ৪৭তম ওভারের প্রথম বলে প্রথম ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ছুঁয়ে ফেলেন জয়সোয়াল। ২০১৪ সালে ৩৩টি ছক্কা মেরে এই রেকর্ডের মালিক হয়েছিলেন সাবেক কিউই অধিনায়ক।
৫২তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়নকে ১০০ মিটার দূরত্ব পার করা এক ছক্কায় ছাড়িয়ে যান ম্যাককালামকে। ম্যাককালাম ৩৩টি ছক্কা মেরেছিলেন মাত্র ৯ টেস্ট খেলে। জয়সোয়াল ৩৪ ছক্কা মেরেছেন ১২ টেস্টে।