Logo
Logo
×

খেলা

এবার কাছের বন্ধুকেই কোচ হিসেবে পাচ্ছেন মেসি?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০১ পিএম

এবার কাছের বন্ধুকেই কোচ হিসেবে পাচ্ছেন মেসি?

ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় আর্জেন্টিনা এবং বার্সেলোনার জার্সিতে হাভিয়ের মাচেরানোর সঙ্গে খেলেছেন লিওনেল মেসি। তাদের বন্ধুত্ব সর্বজনবিদিত। এবার সতীর্থ থেকে মেসির কোচের ভূমিকায় আসতে চলেছেন মাচেরানো, এমনটাই জানাচ্ছে ক্রীড়াবিষয়ক প্ল্যাটফর্ম ইএসপিএন।

ইন্টার মায়ামির কোচের পদ ছেড়ে দিয়েছেন মেসির স্বদেশী টাটা মার্টিনো। এরপর থেকেই মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটির পরবর্তী কোচ হিসেবে মাচেরানোর নাম উচ্চারিত হচ্ছে।

মাচেরানো এখন আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত। সবশেষ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে প্যারিস অলিম্পিকে দায়িত্ব পালন করেছেন।

তবে এখনো ক্লাবের ডাগআউটে দাঁড়ানো হয়নি মাচেরানোর। দায়িত্ব পেলে ইন্টার মায়ামি-ই হতে পারে তার কোচিং করানো প্রথম ক্লাব।

ইএসপিএন জানিয়েছে, দুই পক্ষের মধ্যে চুক্তির প্রক্রিয়া চলছে। যদিও ইন্টার মায়ামি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এমএলএস ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছেন আর্জেন্টাইন সাবেক ডিফেন্ডার।

এদিকে মায়ামিও ঘোষণা দিয়েছে, শিগগিরই তারা নতুন কোচের নাম জানাতে যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম