Logo
Logo
×

খেলা

আইপিএল নিলামের আগে নিষেধাজ্ঞার মুখে দুই ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

আইপিএল নিলামের আগে নিষেধাজ্ঞার মুখে দুই ক্রিকেটার

ছবি: সংগৃহীত

রাত পোহালেই আইপিএলের নিলাম। ২৪ ও ২৫ নভেম্বর–টানা দুই দিন সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। ঠিক তার আগেই দুই ক্রিকেটারকে দুঃসংবাদ দিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য কলকাতা নাইট রাইডার্সের সাবেক ক্রিকেটার মণীশ পাণ্ডে ও কর্ণাটকের ক্রিকেটার সৃজিত কৃষ্ণনের বোলিং নিষিদ্ধ করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই বোলিং অ্যাকশনে সমস্যার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় রয়েছে আরও তিন ক্রিকেটারের নাম। তারা হলেন–দীপক হুডা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। তবে তাদের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মণীশ কেকেআরের হয়ে আইপিএল জিতেছেন। গত মৌসুমেও কলকাতার জার্সিতে দেখা যায় তাকে। একাধিক ম্যাচে পরের দিকে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন মণীশ। এবার অবশ্য দলটি তাকে ধরে রাখেনি।

অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে নিলামের টেবিলে কাড়াকাড়ি হতে পারত বলে মনে করা হচ্ছে। সেই সম্ভাবনা এখন অনেকটাই কমেছে। বোর্ডের নতুন সিদ্ধান্তের কারণে মণীশকে কোনো দল কিনলেও বোলিং করাতে পারবে না। ফলে তার দর অনেকটাই কমতে পারে।

একই জিনিস দেখা যেতে পারে দীপকের ক্ষেত্রেও, যিনি গত তিন মৌসুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম