Logo
Logo
×

খেলা

কায়েদ-ই-আজম ট্রফির মাঝেই টি-টোয়েন্টি কাপ আয়োজন করছে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

কায়েদ-ই-আজম ট্রফির মাঝেই টি-টোয়েন্টি কাপ আয়োজন করছে পাকিস্তান

সংগৃহীত

গত সেপ্টেম্বরে পাকিস্তানের ফয়সালাবাদে চ্যাম্পিয়নস কাপ সিরিজ আয়োজনের পর এবার চ্যাম্পিয়নস টি-টোয়েন্টি কাপ আয়োজন করতে যাচ্ছে পিসিবি। আর সেই কারণে চলমান প্রথম শ্রেণির ক্রিকেট কায়েদ-ই-আজম ট্রফির মাঝপথে বিরতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ক্রিকেটারদের সংক্ষিপ্ত ফরম্যাটে আরও ধাতস্থ করতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস টি-২০ কাপ আয়োজন করতে যাচ্ছে পিসিবি। যার সূচি ঠিক করা হয়েছে আগামী ৭ থেকে ২৫ ডিসেম্বর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে।

প্রথমবারের মতো হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর কায়েদ-ই-আজম ট্রফির পরবর্তী পর্ব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ত্রিভুজাকার এই আসরের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ২৬ নভেম্বর। এরপর লম্বা বিরতি দিয়ে কায়েদ-ই-আজম ট্রফির বাকি অংশ ও ফাইনাল অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস টি-২০ কাপ টুর্নামেন্টের পর।

এ বিষয়ে এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘দেশীয় ক্রিকেটারদের বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নিশ্চিত করতে, পিসিবি কায়েদ-ই-আজম ট্রফির চূড়ান্ত রাউন্ডের ম্যাচগুলি পুনঃনির্ধারণ করেছে।’

বিবৃতিতে কায়েদ ই-আজম ট্রফির শেষ অংশ নিয়ে বলা হয়, ‘লাহোর হোয়াইটস এবং শিয়ালকোটের মধ্যে শেষ ত্রিদেশীয় মঞ্চের ম্যাচটি  ২৭-৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, এরপর ২-৬ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে। এই ম্যাচগুলির ভেন্যু যথাসময়ে ঘোষণা করা হবে।’

প্রথমবারের মতো হতে যাওয়া চ্যাম্পিয়নস টি-টোয়েন্টি কাপে এবার মোট ৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টের প্রতিযোগিতা বাড়তে বোর্ড ছয়টি ডাবল-হেডার এবং আটটি একক-হেডারসহ মোট ২২টি ম্যাচ রেখেছে। যেখানে লিগ পর্বের টেবিল টপার সরাসরি ফাইনালে খেলবে। এবং টুর্নামেন্টের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল কোয়ালিফায়ারে মুখোমুখি হয়ে ফাইনালে পা রাখবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম