Logo
Logo
×

খেলা

ট্রিপল সেঞ্চুরি ও ফেরারি মিস্ সেহওয়াগ পুত্রের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৫ এএম

ট্রিপল সেঞ্চুরি ও ফেরারি মিস্ সেহওয়াগ পুত্রের

সংগৃহীত

একেই বলে বাপ কা বেটা। বীরেন্দর সেহওয়াগের সুখ্যাতি ছিল মারকাটারি ব্যাটিংয়ের জন্য। তার ছেলে আর্যবীর সেহওয়াগ বাবার পদাঙ্ক অনুসরণ করার পথে পা বাড়িয়েছে বলেই মনে হয়।

শিলংয়ে কোচবিহার ট্রফির একটি ম্যাচে দিল্লির হয়ে ২৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সেহওয়াগ তনয়। তবে বিসিসিআই অনূর্ধ্ব-১৯ এই টুর্নামেন্টে মেঘালয়ের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি মিস করায় আর্যবীর বাবার কাছ থেকে একটি মূল্যবান উপহার মিস করেছেন।

সেহওয়াগ ছেলেকে কথা দিয়েছিলেন, ট্রিপল সেঞ্চুরি করতে পারলে তাকে একটি ফেরারি গাড়ি উপহার দেবেন। আর্য তিন রানের জন্য ট্রিপল সেঞ্চুরি করতে ব্যর্থ হওয়ায় ফেরারি আর পাওয়া হলো না তার।

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি করা সেহওয়াগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ছেলের উদ্দেশে লিখেছেন, ‘ট্রিপল সেঞ্চুরি মিস করেছো, ঠিক আছে। আগুনটা জ্বালিয়ে রাখো।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম