Logo
Logo
×

খেলা

ভারতকে দেড়শতে থামিয়ে অস্ট্রেলিয়া কুপোকাত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩২ এএম

ভারতকে দেড়শতে থামিয়ে অস্ট্রেলিয়া কুপোকাত

সংগৃহীত

পার্থ টেস্টে ভারতকে ১৫০ রানে অলআউট করার আনন্দ ম্লান হয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়ার। ব্যাট করতে ভারতীয় বোলিং আক্রমণের সামনে কুপোকাত অজি ব্যাটিং অর্ডার। স্বাগতিকরা গুঁটিয়ে গেছে মাত্র ১০৪ রানে। সফরকারী ভারতের লিড ৪৬ রানে। অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়ার মূল কারিগর জাসপ্রিত বুমরাহ। এই পেসার একাই তুলেছেন ৫ অজি ব্যাটারের উইকেট।

দ্বিতীয় দিনে হাতে মাত্র ৩ উইকেট নিয়ে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। ৭ উইকেটে দলটির সংগ্রহ ৬৭ রান। সেখান থেকে দলীয় শত রান পার করা নিয়েই ছিল শঙ্কা। তবে সেই শঙ্কা দূর করেছে অজিরা। তবে ভারতের সংগ্রহ টপকে লিড নিতে পারেনি।

দ্বিতীয় দিনে ২১ রানে অ্যালেক্স ক্যারি ফিরলে শেষ দিকে নাথান লিয়ন ও জস হ্যাজেলউড দলীয় শত রান পার করেন।  এদিনও উইকেট পতনের শুরু হয় বুমরাহকে দিয়ে। আর অস্ট্রেলিয়ার ইনিংসের শেষটা টানেন হার্ষিত রানা। এই বোলার নিয়েছেন ৩ উইকেট। আর তাতেই দফারফা অস্ট্রেলিয়ার। আরেক পেসার মোহাম্মদ সিরাজের শিকার ২ উইকেট।

এর আগে প্রথম দিনে ব্যাট করতে নেমে ভারত স্কোরবোর্ডে তুলে ১৫০ রান। যেখানে দলীয় সর্বোচ্চ ৪১ রান আসে নিতিশ কুমার রেড্ডির ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জস হ্যাজেলউড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম