Logo
Logo
×

খেলা

অ্যান্টিগা টেস্ট

প্রথম দিন স্বস্তিতে পার করল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২০ এএম

প্রথম দিন স্বস্তিতে পার করল বাংলাদেশ

আলো স্বল্পতায় অ্যান্টিগা টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয় আগেভাগেই। এর মধ্যে ৮৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে রান ৫ উইকেটে ২৫০ রান। তবে শুরুতে তাসকিনের জোড়া আঘাতে স্কোরবোর্ডে ২৫ রান তুলতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক ওয়েস্ট উন্ডিজ। আর প্রথম দিন স্বস্তিতে পার করল বাংলাদেশ।

পরপর দুই ওভারে দুটি উইকেট পেলেন তাসকিন আহমেদ। ক্রেইগের পর বিদায় করলেন কেসি কার্টিকে। স্টাম্পের বল লেগে খেলতে চেয়েছিলেন ব‍্যাটসম‍্যান। শট খেলে ফেলেন আগেভাগেই, একটু থেমে আসা বল ব‍্যাটের কানায় লেগে সরাসরি যায় তাইজুল ইসলামের হাতে। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি কার্টি। ১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের তখন ২ উইকেটে ২৭ রান।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনের শুরুতেই ২১ বলে দুই চারে ১৪ রানে খেলছেন কিপার-ব‍্যাটসম‍্যান জশুয়া দা সিলভা। এক চারে ২৬ বলে জাস্টিন গ্রিভস করেন ১১ রান।

তৃতীয় উইকেট জুটিতে মিকাইল লুইস ও কাভেম হজের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তারা তর তর করে এগিয়ে গেলেও সেঞ্চুরির একেবারে কাছে গিয়ে ফিরতে হয় লুইসকে। তিনি করেন ৯৭ রান। একই পথ ধরতে হয় অ্যাথানেজকেও। ৯০ রান করেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। শেষ বিকালে এই দুই ব্যাটারকে ফেরান তাইজুল ও মিরাজ। 

দুজনে মিলে যোগ করেন ৫৯ রান। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন লুইস। সেঞ্চুরির একেবারে কাছে গিয়েও তাকে ফিরতে হয় ৯৭ রান করে। আরেক প্রান্তে থাকা অ্যাথানেজও ফিরেছেন ৯০ রান করে। শেষ বিকেলে এই দুই ব্যাটারকে ফেরান তাইজুল ও মিরাজ। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৫০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৫০/৫ (ক্রেইগ ৪, লুই ৯৭, কার্টি ০, হজ ২৫, আথানেজ ৯০, গ্রিভস ১১*, ডা সিলভা ১৪*; হাসান ১৮-৩-৫৪-০, শরিফুল ১৩-৪-২৭-০, তাসকিন ১৫-২-৪৬-২, তাইজুল ২২-৪-৬৭-১, মিরাজ ১৬-২-৪৭-১)।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম