Logo
Logo
×

খেলা

আইপিএলের আগামী তিন মৌসুমের জন্য যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

আইপিএলের আগামী তিন মৌসুমের জন্য যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাম্প্রতিক সময়ে একটি সমস্যা আয়োজকদের ভাবাচ্ছে। বিদেশি ক্রিকেটারদের অনেককেই পুরো মৌসুমের জন্য পাওয়া যাচ্ছে না। জাতীয় দলের বিভিন্ন অ্যাসাইনমেন্টের কারণে ক্রিকেটাররা নির্দিষ্ট সংখ্যক ম্যাচের জন্যই চুক্তিবদ্ধ হচ্ছেন।

এখন থেকে এমন পরিস্থিতি ঠেকাতে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে এমন ক্রিকেটারদের নাম চেয়েছে আইপিএল কর্তৃপক্ষ, যারা পুরো মৌসুমের জন্য অ্যাভেইলেবল থাকবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছেও এসেছিল সেই তালিকা পাঠানোর বার্তা। সে বার্তা আমলে নিয়ে ১৩ ক্রিকেটারের একটি তালিকা আইপিএল কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

জানা গেছে, এই ১৩ ক্রিকেটারের মধ্যে যারা আইপিএলে দল পাবেন, তারা আগামী তিন আইপিএলে মৌসুমজুড়ে খেলবেন।

তালিকায় স্থান পাওয়া ক্রিকেটাররা হচ্ছেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লিটন দাস, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব এবং পেসার শহিদুল ইসলাম।

তিন আইপিএলের জন্য ১৮ জন ক্রিকেটারের প্রাপ্যতা নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেখানে নেই টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নাম।

দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের সব ক্রিকেটারকেই এই তিন মৌসুমে পুরো সময়টায় পাবে আইপিএল দলগুলো। শ্রীলংকার ক্রিকেটারদের পাওয়া যাবে ২০২৫ আইপিএলের পুরোটায়। ধরে রাখা লংকান ক্রিকেটাদের পাওয়া যাবে পরের দুই আইপিএলেও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম