Logo
Logo
×

খেলা

ভারতকে অল্প রানে আটকে দেওয়ার পর অস্ট্রেলিয়ার ত্রাহি অবস্থা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

ভারতকে অল্প রানে আটকে দেওয়ার পর অস্ট্রেলিয়ার ত্রাহি অবস্থা

ছবি: সংগৃহীত

পার্থের উইকেট যেন ‘মাইনফিল্ড’। বল মাটিতে পড়তেই তা আগুনের গোলায় পরিণত হচ্ছে। আর তাতে কাটা পড়ছেন একের পর এক ব্যাটার। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দিনের গল্প এটাই। দিনের প্রথমভাগে ১৫০ রান অলআউট হয়ে হতাশ ভারতই দিনশেষে চালকের আসনে। অস্ট্রেলিয়া যে ৬৭ রান তুলতেই খুইয়েছে ৭ উইকেট। ভারতের চেয়ে এখনও ৮৩ রানে পিছিয়ে স্বাগতিকরা।

পার্থ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক জাসপ্রীত বুমরাহ। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতি তার হাতে উঠেছে আর্মব্যান্ড।

ব্যাট করতে নামা ভারতকে শুরু থেকেই চেপে ধরে অস্ট্রেলিয়া। ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রথম তিন ব্যাটারের দুজন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ওপেনার কেএল পৌঁছুতে পেরেছেন ২৬ রান পর্যন্ত।

পাঁচে নেমে ৩ চার ও ১ ছক্কায় ৩৭ রান করেন রিশাভ পান্ত। মিডল অর্ডারের শেষদিকে নেমে দলীয় সর্বোচ্চ ৪১ রান করেন নীতিশ কুমার রেড্ডি। দলের অন্য ব্যাটাররা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে।

চার অজি পেসার ভাগাভাগি করে নেন ভারতের ১০ উইকেট। ২৯ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। দুটি করে উইকেট পান মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ। একমাত্র স্পিনার নাথান লায়ন ছিলেন উইকেটশুন্য।

ভারতের ১৫০ রানের জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ারও একই দশা। ১৯ রান তুলতেই নেই ৩ উইকেট। বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের নিখুঁত বোলিংয়ে ত্রাহি অবস্থা হয় অজি ব্যাটারদের। প্রথম দিনের স্টাম্পস পর্যন্ত ব্যাট করতে নামা স্বাগতিক দলের ৯ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিনজন। তাদের রানও যথাক্রমে ১০, ১১ ও ১৯*।

এমন হতশ্রী ব্যাটিংয়ে পিছিয়ে থেকেই দিনশেষ করেছে অস্ট্রেলিয়া। তাদের সাত ব্যাটারের মধ্যে ৪ জনের উইকেট ঝুলিতে পুরেছেন ভারতীয় অধিনায়ক বুমরাহ। এছাড়া সিরাজ দুটি ও হার্ষিত রানা একটি উইকেট পেয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম