Logo
Logo
×

খেলা

ঢাকা লিগে ১ বছরের জন্য নিষিদ্ধ ৮ ক্রিকেটারসহ ৯ জন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

ঢাকা লিগে ১ বছরের জন্য নিষিদ্ধ ৮ ক্রিকেটারসহ ৯ জন

সংগৃহীত

একদিন আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। এবার নিষিদ্ধ হলেন আরও ৮ ক্রিকেটার সহ মোট ৯ জন।

২০২৪-২৫ মৌসুমের ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে আচরণবিধি ভঙ্গের দায়ে ৮ ক্রিকেটার ও ১ ক্লাব কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে বিসিবি। যা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আচরণবিধির ‘গুরুতর’ লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও ১ জন ক্লাব কর্মকর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিসিবি জানায়, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে মাঠেই বিবাদে জড়িয়ে পড়েন তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও প্রত্যক্ষ প্রমাণ পর্যালোচনা করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি এই শাস্তির ঘোষণা দেয়।

সাজা পাওয়া ক্রিকেটাররা হলেন তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এবং তেজগাঁওয়ের কর্মকর্তা রবিন।

বিসিবির আচরণবিধির ২.১৯ ধারা অনুযায়ী, লেভেল-৪ ভঙ্গের অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন তারা। লেভেল-৪ ভঙ্গের সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞা।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলাভঙ্গের কোনো ঘটনায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। এটিকে তাই ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম