সংগৃহীত
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর এবার বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাস্তানাবুদ হতে হচ্ছে ভারতকে। পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে অলআউট ভারত। দুটো সেশনও কাটাতে পারেনি জাসপ্রিত বুমরাহর দল।
এদিন ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। ১৪ রানে দুই উইকেট হারানোর পর মাঝে কিছুটা লড়াই করেন লোকেশ রাহুল। তবে তার সেই লড়াই থামে ২৬ রানে। মাঝে ঋশভ পান্তও লড়াই করেছেন। তবে সঙ্গ পাননি তিনিও।
পান্ত ৩৭ রানে থামার পর শেষ দিকে নিতিশ কুমার রেড্ডির ৪১ রানে ভর করে দলীয় ১৫০ রানের পুঁজি পায় সফরারীরা। অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখে পড়ে মাত্র ৪৯. ৪ ওভার ব্যাট করতে পেরেছে ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে গতির ঝড় তুলেন জস হ্যাজেলউড। ১৩ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন হ্যাজেলউড। তার দিনে দুটি করে উইকেট তুলেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।