Logo
Logo
×

খেলা

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ পরিসংখ্যানে এগিয়ে কে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৬ এএম

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ পরিসংখ্যানে এগিয়ে কে

সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে আজ রাত ৮টায়। যেখানে প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব দিতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টেস্ট হারাতে? কি বলছে পরিসংখ্যান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত মোট ২০বার টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে দাপট ওয়েস্ট ইন্ডিজের। ২০ বারের দেখায় কেবল চারবার ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পেরেছে বাংলাদেশ। দুই বার হয়েছে ড্র। বাকি ১৪বারই হারতে হয়েছে বাংলাদেশকে।

এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক দু’দলের কিছু অতীত পরিসংখ্যান। কে কোন জায়গায় এগিয়ে আছে।

দলীয় সর্বোচ্চ

বাংলাদেশ ৫৫৬, ঢাকা-২০১২

ওয়েস্ট ইন্ডিজ ৬৪৮/৯ ডিক্লেয়ার, খুলনা-২০১২

দলীয় সর্বনিম্ন

বাংলাদেশ ৪৩, অ্যান্টিগা-২০১৮

ওয়েস্ট ইন্ডিজ ১১১, ঢাকা-২০১৮

সবচেয়ে বেশি রান

বাংলাদেশ ৯৫৪, তামিম ইকবাল

ওয়েস্ট ইন্ডিজ ৯৬৭, ক্রেগ ব্রাফেট

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস

বাংলাদেশ, মাহমুদউল্লাহ ১৩৬, ঢাকা-২০১৮

ওয়েস্ট ইন্ডিজ, রামনরেশ সারওয়ান ২৬১*, কিংসটন-২০০৪

সর্বোচ্চ জুটি

বাংলাদেশ ১৮৪, মাহমুদউল্লাহ ও আবুল, খুলনা-২০১২

ওয়েস্ট ইন্ডিজ ৩২৬, স্যামুয়েলস ও ব্রাভো, খুলনা-২০১২

সবচেয়ে বেশি উইকেট

বাংলাদেশ ৪৭, সাকিব আল হাসান

ওয়েস্ট ইন্ডিজ ৪৪, কেমার রোচ

ইনিংসসেরা বোলিং

বাংলাদেশ ৭/৫৮, মেহেদী হাসান মিরাজ, ঢাকা-২০১৮

ওয়েস্ট ইন্ডিজ ৬/৩, জার্মেইন লসন, ঢাকা-২০০২

ম্যাচসেরা বোলিং

বাংলাদেশ ১২/১১৭, মিরাজ, ঢাকা-২০১৮

ওয়েস্ট ইন্ডিজ ১১/১০৩, জেসন হোল্ডার, কিংসটন-২০১৮

সবচেয়ে বেশি ডিসমিসাল

বাংলাদেশ ২১, মুশফিকুর রহিম

ওয়েস্ট ইন্ডিজ ২০, দিনেশ রামদিন

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম