Logo
Logo
×

খেলা

বাটলারকে দিয়েই হ্যাটট্রিকের স্বাদ পেতে চায় বাফুফে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ এএম

বাটলারকে দিয়েই হ্যাটট্রিকের স্বাদ পেতে চায় বাফুফে

সংগৃহীত

নেপালে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নসশিপ শিরোপা জিতলেও বাংলাদেশ অধ্যায়ের ইতি টানতে চেয়েছিলেন কোচ পিটার বাটলার। তবে সেটি হতে দিচ্ছে না বাফুফে। বাটলারের অধীনেই সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার স্বাদ নিতে চায় বাফুফে।

নেপাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে আসার পর ছুটিতে আছেন সাবিনা খাতুনরা। ছুটি দেওয়া হয়েছে বয়সভিত্তিক ফুটবলের মেয়েদেরও। ক্যাম্প বন্ধ। সাফ অনূর্ধ্ব-২০ দলের মেয়েদের ছুটি শেষে ফিরতে হবে ২৯ নভেম্বরের আগে। ওইদিন শুরু হবে তাদের অনুশীলন ক্যাম্প।

আগামী বছর ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্ট। সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্ব পালন করা ইংলিশ কোচ পিটার বাটলার সফল হয়েছেন শিরোপা ধরে রাখতে। বিদায়ি বছরে পিটারের অধীনে আট ম্যাচ খেলেছেন সাবিনারা। হেরেছেন দুটি, একটি ড্র এবং জিতেছেন পাঁচটি। এর মধ্যে সাফ শিরোপাও রয়েছে।

পিটার দায়িত্ব নেওয়ার পর নতুনদের ওপর বেশি নজর দিয়েছেন। আগামীর জন্য একটি শক্তিশালী দল তৈরির লক্ষ্যে পিটার পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছেন। বাফুফের কাছেও অনূর্ধ্ব-২০ দল হবে হ্যাটট্রিক সাফ চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। তাই ফেব্রুয়ারির সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ইংলিশ কোচ পিটারকেই দায়িত্বে রেখে দিচ্ছে বাফুফে।

জানা গেছে, বাফুফের সঙ্গে চুক্তি নবায়ন হলে মেয়েদের পরের সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্তও দেখা যেতে পারে এই কোচকে। বাফুফের চোখ এখন মেয়েদের সাফের হ্যাটট্রিক চ্যাম্পিয়নে। সাফে সাবিনাদের পরের আসরটি বাংলাদেশে হওয়ার কথা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম