Logo
Logo
×

খেলা

হেম্পকে সরিয়ে সালাউদ্দিনের কাঁধে বাড়তি দায়িত্ব চাপাল বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৯:২১ এএম

হেম্পকে সরিয়ে সালাউদ্দিনের কাঁধে বাড়তি দায়িত্ব চাপাল বিসিবি

সংগৃহীত

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প নেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। তাকে আর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে দেখা যাবে না। একই সঙ্গে কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখের জাতীয় দলের অধ্যায় প্রায় শেষ। তিনিও ক্যারিবীয় সফরে যাননি।

জানা গেছে, জাতীয় দল থেকে সরানো হলেও বিসিবির সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না হেম্পের। আগের মতোই হেম্পকে এইচপির দায়িত্বে ফিরিয়ে নেওয়া হবে। এছাড়া বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ হিসাবেও ভাবা হচ্ছে তাকে।

মোহাম্মদ সালাহউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসাবে এই সফর থেকে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তাকে দিয়ে ব্যাটিং কোচের কাজটা চালিয়ে নেবে বিসিবি। একই সঙ্গে প্রধান কোচ ফিল সিমন্স সহায়তা করবেন। তবে মহসিনের আর থাকার সম্ভাবনা নেই। ক্রিকেটাররা তার কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। এই সফরে ভারতীয় আকশায় হিরমাথকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাজ পর্যবেক্ষণ করে স্থায়ীভাবে রেখে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড।

গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে সাময়িক চুক্তিতে প্রথম বাংলাদেশের সঙ্গে কাজ করেন মহসিন। পরে মে মাস থেকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে। সাত মাসের মাথায় শেষ হচ্ছে তার অধ্যায়। এখন আবুধাবি টি ২০ লিগের দল বাংলা টাইগার্সের হয়ে কাজ করছেন তিনি।

গত বছর মে মাসে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসাবে হেম্পকে এনেছিল বিসিবি। জাতীয় দলের ব্যাটিং কোচের পদে শূন্যতা দেখা দেওয়ায় গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে সাময়িক দায়িত্ব পান হেম্প। পরে ঘরের মাঠে শ্রীলংকা সিরিজ দিয়ে দুই বছরের জন্য স্থায়ী দায়িত্ব পান তিনি।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম