Logo
Logo
×

খেলা

কবে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে, যা বললেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ এএম

কবে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে, যা বললেন সাকিব

সংগৃহীত

অবসর না নিয়েও এক রকম বাধ্যতামূলক অবসরে সাকিব আল হাসান। ইচ্ছে থাকার পরও সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি সাকিব। খেলতে পারেননি আফগানিস্তান সিরিজেও। এই অবস্থায় তবে কি শেষ হয়ে গেছে সাকিবের ওয়ানডে ক্যারিয়ারও। তাকে কি আবারও দেখা যাবে জাতীয় দলের জার্সিতে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতেন তো সাকিব?

সম্প্রতি দুবাইয়ে আবুধাবি টি-১০ লিগ শুরুর আগের দিন সাকিবকে এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যেখানে সাকিব জানিয়েছেন তার ভাবনার কথা।

সাকিবের কাছে জানতে চাওয়া হয় তাকে আবার কবে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। যার উত্তরে তিনি বলেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, ‘এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।’ 

আবুধাবি টি-টেন লিগ শেষ হবে আগামী ২ ডিসেম্বর। এরপর বাংলাদেশের জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ৮ ডিসেম্বর থেকে। সাকিবের কথা যদি সত্য হয়েই থাকে, তবে সম্ভবত তাকে দেখা যাবে সেই সিরিজে। কেননা, চ্যাম্পিয়নস ট্রফির আগে ওটাই বাংলাদেশের শেষ সিরিজ। 

আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম